scorecardresearch
 
Advertisement

Weather Forecast Today: মঙ্গলবার থেকে টানা তিনদিন বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের প্রভাব ?

Weather Forecast Today: মঙ্গলবার থেকে টানা তিনদিন বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের প্রভাব ?

তীব্র ঘূর্ণিঝড় মিগজাউম এই মুহূর্তে চেন্নাই থেকে পূর্ব ও উত্তর-পূর্ব দিকে ৯০ কিলোমিটার দূরে এবং বাপাতলা থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব আমাদের রাজ্যের ওপর পড়বে না। তবে আমাদের রাজ্যে মেঘলা আবহাওয়া বজায় থাকবে। পাশাপাশি আগামী ৫,৬ এবং ৭ তারিখ দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি হতে পারে। অন্যদিকে আগামী ৭ তারিখের আগে রাতের তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

Latest Weather Update Of West Bengal

Advertisement