এখনই বর্ষার প্রবেশ নয় দক্ষিণবঙ্গে। তবে ২ থেকে আগামী ৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া চলবে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। তাপমাত্রারও বিশেষ কিছু পরিবর্তন নেই আগামী ২ দিনে, তবে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। এবং আগামী ৪ তারিখ থেকে পরবর্তী কয়েক দিনের দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আগামী ৩ ও ৪ তারিখ ওপরের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরশ বন্দ্যোপাধ্যায়।
Lateat Weather Update Of West Bengal