দুদিন থামলেও আবার রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম থাকবে। আদ্রতা জনিত অস্বস্তিকর গরম থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ২৯ তারিখ থেকে। আগামী তিন-চার দিন একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বীরভূম এবং মুর্শিদাবাদে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার পোস্টের কাছে ঘূর্ণাবর্তের সম্ভাবনা আছে। ২৯ তারিখ নাগাদ ২৪ ঘন্টা এটি নিম্নচাপে পরিণত হবে যার ফলে আমাদের রাজ্য থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই. উত্তরবঙ্গের ক্ষেত্রে তিন তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। জানালেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তার সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।