আগামী ৫ দিন উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। পাশাপাশি দুই দিনাজপুর ও মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সর্তকতা থাকছে। হাওড়া হুগলি ও দুই ২৪ পরগনায় ঝড়-বৃষ্টি হলেও অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। কলকাতার ক্ষেত্রে বিকেলের দিকে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
Latest Monsoon Update Of West Bengal