scorecardresearch
 
Advertisement

Bengal Monsoon Updates: বাংলাদেশ উপকূলে চক্রবৎ ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত? আবহাওয়ার আপডেট

Bengal Monsoon Updates: বাংলাদেশ উপকূলে চক্রবৎ ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত? আবহাওয়ার আপডেট

অবশেষে স্বস্তি, আগামী ৭ দিনে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এবং আগামী ৪৮ ঘণ্টা পর এটি নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাটিও আমাদের রাজ্যের ক্যানিংয়ের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ, কাল ও পরশু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সাত দিনে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম থাকবে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।

Latest Rain Forecast Of West Bengal

Advertisement