আগামী ১৩ তারিখের আগে দক্ষিণবঙ্গে বর্ষা নয়। আজ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে এইমুহূর্তে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। বিশেষ করে বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে এই পরিস্থিতি কিছুটা বেশি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ওপরের পাঁচটি জেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি চলবে, বাদ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আগামী ১১ তারিখ পর্যন্ত এই একই পরিস্থিতি বজায় থাকবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।
Latest Weather Update Of West Bengal