scorecardresearch
 
Advertisement

VIDEO: রাজ্যে কবে থেকে কমতে পারে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া দপ্তর

VIDEO: রাজ্যে কবে থেকে কমতে পারে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া দপ্তর

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং দক্ষিণ বিহার এবং দক্ষিণ -পূর্ব উত্তরপ্রদেশের উপরে একটি নিম্নচাপ আছে যার ফলে রাজ্যে ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আজ দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কয়েকটি জায়গায় ভারি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলা গুলোতে শুধু ভারী বৃষ্টি হতে পারে। ১৯ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং ও আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদাতে, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া,বীরভূম, বাঁকুড়া পুরুলিয়া ও দুই ২৪ পরগনায়। আগামী ১৯ তারিখের পর থেকে রাজ্যে কমতে পারে বৃষ্টিপাতের পরিমাণ। আগামী ১৯ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করা হয়েছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের উপমহা-নির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

Advertisement