অগাস্ট মাস জুড়ে দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ সাধারণ থেকে সাধারণের নিচে থাকবে। এবং উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে। তবে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী ৪৮ ঘন্টায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর থেকে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
Latest Weather Report Of West Bengal