আজ রাজ্যের ৬টি বিধানসভা উপনির্বাচনের রেজাল্ট প্রকাশ। সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংরা। উপনির্বাচনে প্রায় প্রত্যেকটা কেন্দ্রে এগিয়ে আছে তৃণমূল। এব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, উপনির্বাচনে এরকমই হয়। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিজেপি সরকার গড়বে বলে জানান তিনি।