scorecardresearch
 
Advertisement

VIDEO: “না জানিয়ে জল ছাড়াটা ক্রাইম” DVC-কে কটাক্ষ মমতার

VIDEO: “না জানিয়ে জল ছাড়াটা ক্রাইম” DVC-কে কটাক্ষ মমতার

আজ আকাশপথে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শনের পর অবশেষে হুগলির আরামবাগে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুজোর আগে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য ডিভিসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আগেই বলেছিলেন ম্যান মেড বন্যা। এবার কেন ম্যান মেড বলেছিলেন তার খতিয়ান এবং হিসেব বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপ্যায়। শনিবার তিনি হুগলির আরামবাগে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, না জানিয়ে জল ছাড়াটা ক্রাইম। মুখ্যমন্ত্রী জানান, ১ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এনডিআরএফ নেমেছে। নবান্ন থেকে ২৪ x ৭ ঘণ্টা নজর রাখা হচ্ছে। তিনি আশ্বাস দেন, ফিরে গিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে মিটিং করব। আশা করি দ্রুত জল নেমে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসির উচিত রাজ্যের সঙ্গে কথা বলা। ক্ষোভ কিন্তু বাড়ছে, সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, বছরে ৪ বার করে জল ছাড়লে মানুষ বাঁচবে কীভাবে ? ঝাড়খণ্ডের বাঁধগুলো সংস্কার করা হোক।

CM Mamata Banerjee conducted aerial survey of flood affected districts of West Bengal

Advertisement