scorecardresearch
 
Advertisement

Weather Forecast Today: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দুর্যোগ, কবে থেকে ভারী বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট

Weather Forecast Today: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দুর্যোগ, কবে থেকে ভারী বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট

আজ থেকে আগামী ২২ তারিখ পর্যন্ত রাজ্যে বেশি বৃষ্টিপাত না হলেও, ফের ২৩ থেকে বাড়তে পারে দুর্যোগ। কারণ এই মুহূর্তে মধ্য আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী ২১ তারিখ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী ২৩ তারিখ নাগাদ এটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই গভীর নিম্নচাপের প্রভাবে আগামী ২৩ তারিখ পশ্চিমবঙ্গের উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আগামী ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় কোথাও ভারী, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। পাশাপাশি আগামী ২২ তারিখ থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস।

Advertisement