scorecardresearch
 
Advertisement

Monsoon 2024 Updates: চলতি মাসেই ঢুকছে বর্ষা, তারিখ জানিয়ে দিল আবহাওয়া দফতর

Monsoon 2024 Updates: চলতি মাসেই ঢুকছে বর্ষা, তারিখ জানিয়ে দিল আবহাওয়া দফতর

আগামী ১৯শে মে স্বাভাবিক সময়ের আগেই দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং নিকোবরে প্রবেশ করতে চলেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। পাশাপাশি আগামী ১৭ থেকে ২৩ তারিখের মধ্যে আন্দামান-নিকোবরের কাছে একটি সাইক্লোন তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল কেবলমাত্র উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে, বাদবাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে। এরপর আগামী ১৫ তারিখ থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া চলবে, সঙ্গে তাপমাত্রা ও আদ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। তবে এই মুহূর্তে তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।

Monsoon 2024 Latest Updates

Advertisement