scorecardresearch
 
Advertisement

VIDEO: কাজে ফেরানোর দাবিতে চন্দননগরে অনশনে রোগী সহায়িকা কর্মীরা

VIDEO: কাজে ফেরানোর দাবিতে চন্দননগরে অনশনে রোগী সহায়িকা কর্মীরা

চন্দননগর মহাকুমা হাসপাতাল কোভিড হাসপাতালে রুপান্তরিত হওয়ার পর স্বাস্থ্য কর্মীদের বেহাল দশা। বিশেষ করে রোগী সহায়িকা কর্মীরা খুবই অসহায় হয়ে পড়েছেন। পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৮০ জন রোগী সহায়িকা হিসাবে কাজ করেন। মহিলার সংখ্যাই বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে কাজে আসতে বারন করে দিয়েছে। বৃহষ্পতিবার থেকে অনশনে বসেছেন তারা। এদের দাবি কোভিড রোগীদের সেবা করতে তারা প্রস্তুত। মৃত্যুকে তারা ভয় পায় না। যতক্ষন সমস্যার সমাধান না হয় ততক্ষন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এই ব্যাপারে হাসপাতাল সুপার কোনো মন্তব্য করতে চাননি।

Advertisement