হলুদ ধুলোঝড়ের কবলে চিনের রাজধানী বেজিং। আচমকাই বেজিংয়ের রাস্তাঘাট ধুলো ঝড়ের কবলে পড়ে। অবস্থা এমনই দিনের বেলাতেও লাইট জ্বালাতে হচ্ছে বেশ কিছু জায়গায়। প্রচুর দূষণের সম্ভাবনা বাড়ছে। (ছবি-এপি)
চিকিৎসকরা এর থেকে সাবধান থাকতে বলেছেন। প্রায় ৪০০টি বিমান বাতিল করতে হয়েছে। মঙ্গোলিয়ায় একটি মরুভূমি থেকেই এই ধুলো ঝড় এসেছে বলে মনে করা হচ্ছে। (ছবি-এপি)
দ্য চিনা মেটেরোরজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন সোমবার সকালে হলুদ সতর্কতা জারি করেছে। ফলে উদ্বেগে রয়েছে ওই শহরগুলির বাসিন্দারা।(ছবি-এপি)
প্রতি বছর মার্চ ও এপ্রিল মাসে ধুলোঝড়ের মুখে পড়ে বেজিং। কিন্তু এমন হলুদ ধুলো ঝড়ের মুখোমুখি এই প্রথম (ছবি-এপি)
ইতিমধ্যে বেশ কিছু ছবি সামনে এসেছে। দেখা যাচ্ছে, সেখানে বাসিন্দারা চোখ-মুখ ডেকে রাস্তায় বের হয়েছে।(ছবি-এপি)
গুরুত্বপূর্ণ কার্যালয়গুলি বন্ধ রাখা হয়েছে। বেশিরভাগ লোক বাড়ির বাইরে পা রাখছেন না। জানা যাচ্ছে, নিখোঁজে সংখ্যা ৩৪১।(ছবি-এপি)
পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এমন হলুদ ধুলোঝড়ে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। ছবি-এপি
ভূমিক্ষয় থেকেই এই জাতীয় ঝড় সৃষ্টি হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। তবে চিনের আবহাওয়া দফতর এই বিষয়ে এখনও কিছু বলেনি। ছবি-রয়টার্স
হলুদ এই আস্তরণে জেরে কমেছে দৃশ্যমানতা। ফলে বেশ ঝুঁকি নিয়েই বাসিন্দারা বাইরে যাচ্ছেন। ছবি-রয়টার্স