অ্যামাজনের সিইও জেফ বেজোসকে টপকে প্রথমবারের মতো পৃথিবীর ধনীতম ব্যক্তি হয়েছেন প্রযুক্তিবিদ ইলন মাস্ক।
ব্লুমবার্গের রিয়েল-টাইম বিলিয়নিয়ার ট্র্যাকারের তথ্য বলছে, বেজোস এবং মাস্কের সম্পদের মধ্যে এই মুহূর্তের (শুক্রবার) পার্থক্য ১০ বিলিয়ন ডলার।
বেজোস ১৮৫ বিলিয়ন ডলারের মালিক। মাস্কের সেখানে ১৯৫ বিলিয়ন। বিল গেটস অনেকটা পিছিয়ে আছেন। তার সম্পদের মূল্য ১৩৪ বিলিয়ন ডলার।
ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, শীর্ষ দশ ধনীর সাতজনই প্রযুক্তিবিদ!চতুর্থ স্থানে বার্নার্ড আরনাউল্ট কনজিউমার ব্যবসায়ী। তার সম্পদের মূল্য ১১৬ বিলিয়ন ডলার। ১০২ বিলিয়ন ডলার নিয়ে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ পঞ্চম স্থানে।
মাস্কের চমকপ্রদ উত্থান হয় ২০২০ সালে। গত বছরের সেপ্টেম্বরে জুকারবার্গকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে আসেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা।