scorecardresearch
 
Advertisement
বিশ্ব

পিছিয়ে পড়লেন Bezos,নতুন বছরের শুরুতেই ধনীতম ব্যক্তির শিরোপা Elon Musk-এর

Worlds Richest Person
  • 1/8

 অ্যামাজনের সিইও জেফ বেজোসকে টপকে প্রথমবারের মতো পৃথিবীর ধনীতম ব্যক্তি হয়েছেন প্রযুক্তিবিদ ইলন মাস্ক।

Worlds Richest Person
  • 2/8

ব্লুমবার্গের রিয়েল-টাইম বিলিয়নিয়ার ট্র্যাকারের তথ্য বলছে, বেজোস এবং মাস্কের সম্পদের মধ্যে এই মুহূর্তের (শুক্রবার) পার্থক্য ১০ বিলিয়ন ডলার।
 

Worlds Richest Person
  • 3/8

বৃহস্পতিবার টেসলার শেয়ার দর বেড়ে যাওয়ায় শীর্ষ ধনীর স্থানে উঠে এসেছেন টেসলা ও স্পেসএক্স প্রধান।
 

Advertisement
Worlds Richest Person
  • 4/8

বিশ্বের শীর্ষ ধনীর খেতাবটি ২০১৭ সাল থেকে ধরে রেখেছিলেন অ্যামাজন প্রধান জেফ বেজোস।
 

Worlds Richest Person
  • 5/8

বেজোস ১৮৫ বিলিয়ন ডলারের মালিক। মাস্কের সেখানে ১৯৫ বিলিয়ন। বিল গেটস অনেকটা পিছিয়ে আছেন। তার সম্পদের মূল্য ১৩৪ বিলিয়ন ডলার।
 

Worlds Richest Person
  • 6/8

ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, শীর্ষ দশ ধনীর সাতজনই প্রযুক্তিবিদ!চতুর্থ স্থানে বার্নার্ড আরনাউল্ট কনজিউমার ব্যবসায়ী। তার সম্পদের মূল্য ১১৬ বিলিয়ন ডলার। ১০২ বিলিয়ন ডলার নিয়ে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ পঞ্চম স্থানে।
 

Worlds Richest Person
  • 7/8


মাস্কের চমকপ্রদ উত্থান  হয় ২০২০ সালে। গত বছরের সেপ্টেম্বরে জুকারবার্গকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে আসেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা।

Advertisement
Worlds Richest Person
  • 8/8

মাত্র দেড় বছর আগে টেসলার শেয়ারের মূল্য কমে যাওয়াতে বড় ধরনের লোকসানে পড়তে হয়েছিল মাস্ককে। এর ফলে আইনি ও নিয়ন্ত্রকদের পক্ষ থেকে মাস্কের নেতৃত্ব প্রশ্নের মুখে পড়ে। অথচ এক বছরের মধ্যে পরিস্থিতি পাল্টে গেল। এই সময়ে টেসলার শেয়ারের দাম বেড়েছে ৯ গুণ।
 

Advertisement