scorecardresearch
 
Advertisement
বিশ্ব

গ্রেফতারের মুখে মাসুদ আজহার! পুলওয়ামার মূল চক্রীর বিরুদ্ধে পাকিস্তানেই জারি ওয়ারেন্ট

অভিযোগ উঠেছে মাসুদের বিরুদ্ধে
  • 1/5

পুলওয়ামা হামলার অন্যতম চক্রী জইশ প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল পাকিস্তানের এক সন্ত্রাস বিরোধী আদালত।  সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগ উঠেছে মাসুদের বিরুদ্ধে।
 

মাসুদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে পাক সরকার
  • 2/5

দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ উঠেছে। তার জেরে আন্তর্জাতিক মহলের চাপও এসেছে করাচির উপর। দেশের জঙ্গিনেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি অর্থনৈতিক টাস্ট ফোর্স গঠন করেছে পাক সরকার। এই কমিটির কাজ জঙ্গি নেতাদের আর্থিক যোগসূত্রের গরমিল খুঁজে বের করা।  সেই কমিটির সুপারিশেই মাসুদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে পাক সরকার।

কারাদণ্ডের সাজা হয়েছে হাফিজ সইদের।
  • 3/5

একই অভিযোগ কুখ্যাত জঙ্গি নেতা লস্কর ও জামাত প্রধান হাফিজ সইদ জেলবন্দি। ২৬/১১ মুম্বই হামলায় মূল চক্রী এই জঙ্গি নেতা। তার সংগঠনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে পাকিস্তানে। তার মধ্যে ৫টি মামলায় ৩৬ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে হাফিজ সইদের।

Advertisement
জকির-উল-রেহমানকেও গ্রেফতার করা হয়েছে
  • 4/5

জানা যাচ্ছে, মাসুদ আজহার বাহালপুর নামে একটি শহরে রয়েছে। এই শহরটি তার কাছে অন্যতম সুরক্ষিত বলে খবর। সম্প্রতি পাকিস্তানে আরও এক জঙ্গি নেতা জকির-উল-রেহমানকেও গ্রেফতার করা হয়েছে।

জঙ্গি হিসাবে তকমা দেয় রাষ্ট্রসংঘ
  • 5/5

২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে কাশ্মীরে সিআরপিএফের কনভয়ে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ওই হামলায় শহিদ হন ৪০ জন জওয়ান। হামলার দায় স্বীকার করে জইশ। এই সংগঠনের মাথাই মাসুদ আজহার। এরপরেই মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি হিসাবে তকমা দেয় রাষ্ট্রসংঘ।

Advertisement