scorecardresearch
 
Advertisement
বিশ্ব

কাঁচের সেতুতে হাঁটার সময়ে ভাঙলো একাংশ, তারপর যা হল...

প্রতীকী ছবি
  • 1/6

চিনে কাঁচের তৈরি সেতুতে (Glass Bridge) উঠে বিপাকে এক ব্যক্তি। চিনের (China) পিয়ান পর্বতমালার নিকটবর্তী ওই সেতুর নিচের অংশটি কাঁচের তৈরি, যা পর্যটকদে কাছে যা খুবই জনপ্রিয়। সেই সেতুতে ওঠার পর ঝড়ের কবলে পড়েন ওই ব্যক্তি। (ছবি-গেট্টি ইমেজ)
 

প্রতীকী ছবি
  • 2/6

জানা গিয়েছে ২০১৮ সালে তৈরি ওই সেতুটি ৩০০ মিটার লম্বা ও ২.৫ মিটার চওড়া। এই সেতুতে ঘোরার জন্য মানুষকে খরচ করতে হয় ১৬ ডলার। (ছবি-গেট্টি ইমেজ)

প্রতীকী ছবি
  • 3/6

চিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া একটি ছবি শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে, একজন পর্যটক সেতুর রেলিং ধরে দাঁড়িয়ে রয়েছেন। কারণ ৯০ মাইল প্রতিঘণ্টা বেগে হাওয়ার কারণে সেতুর কাঁচ ভেঙে গিয়েছিল। যার জেরে সেতুতে আটকে পড়েন ওই ব্যক্তি। (ছবি-গেট্টি ইমেজ)
 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

যদিও ওই ব্যক্তি যথেষ্ট বুদ্ধির পরিচয় দেন এবং অনেক চেষ্টার পর সেই পরিস্থিতি থেকে উদ্ধার পান। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। প্রসঙ্গত চিনে গত কয়েক বছরে এই ধরনের কাঁচের সেতুর জনপ্রিয়তা বেড়েছে। এর আসল উদ্দেশ্যই হল পর্যটকদের রোমাঞ্চকর অনুভূতি দেওয়া। (ছবি-গেট্টি ইমেজ)
 

প্রতীকী ছবি
  • 5/6

এছাড়া চিনের কিছু কাঁচের সেতুতে ভিজ্যুয়াল এফেক্টসও দেখা যায়। আর এই ভিজ্যুয়াল এফেক্টসের ফলে হাঁটার সময় সেতুতে চিড় দেখা যায়। যার ফলে মনে হয় এই হয়ত ভেঙে যেতে পারে সেতুর কাঁচ। বহু পর্যটক এই এফেক্টসগুলি উপভোগ করতে ওই সমস্ত সেতুতে যান। (ছবি-গেট্টি ইমেজ)

প্রতীকী ছবি
  • 6/6

তবে বিগত কয়েকদিনে কাঁচের সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কয়েকটি স্থানীয় প্রশাসন। কারণ লিওনিং প্রদেশে কাঁচের সেতু থেকে পড়ে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়। আহতও হন বেশকয়েকজন। তারপরেই কাঁচের সেতুর নিরাপত্তায় গুরুত্ব দিতে শুরু করে স্থানীয় প্রশাসনগুলি। (ছবি-Weibo)
 

Advertisement