এই প্রথম মঙ্গলের রঙিন ছবি পাঠাল নাসার পাঠানো পারসিভারেন্স রোভার। লাল গ্রহের হাই রেজিলিউশন ছবি এই প্রথম পেল বিশ্ব। শুক্রবার সেসব ছবি পোস্ট করেছে নাসা। জেজেরো ক্রেটারে সফলভাবে নেমেছে রোভার। সেখান থেকেই প্রথম ছবি পাঠান হয়েছে৷ সেখানে নদী ও লেকের সন্ধানও মিলেছে।
সেখানে নাসার আগের পাঠানো রোভারও দেখা গিয়েছে৷ অনেক পাথরের ছবিও সামনে এসেছে৷ যা আনুমানিক ৩৬ কোটি বছর আগের মনে করা হচ্ছে।
এই ছবি পারসিভেরেন্স যখন মঙ্গলে অবতরণ করছেন সেই সময়ের। পিছনে রয়েছে বঙ্গ তনয়ের বানানো রোভারক্র ল্যান্ড করানো প্যারাস্যুট।
ল্যান্ডিংয়ের সময় ৭ মিনিট ছিল অত্যন্ত আতঙ্কের। যদিও প্রযুক্তির সহায়তায় সে বাধা টপকে লাল গ্রহের মাটিতে সহজেই নিজের পা ছুঁয়েছে। এই প্রজেক্ট নিয়ে অনেক আশা ও পরিকল্পনা ছিল। যা প্রাথমিকভাবে সফল হয়েছে।