scorecardresearch
 
Advertisement
বিশ্ব

যুগান্তকারী আবিস্কার! বিলুপ্তপ্রায় প্রাণীর ক্লোন দিয়ে নতুন জীবের জন্ম

(ছবি সূত্র-এপি)
  • 1/5

আমেরিকার (America) একটি বিলুপ্তপ্রায় প্রাণীর ক্লোন তৈরি করেছেন বিজ্ঞানীরা। এটি নেউল প্রজাতির (Ferret) কালো পা বিশিষ্ঠ এক ধরনের প্রাণী। ৩০ বছর আগে মারা যাওয়া অন্য একটি নেউল প্রজাতির জীবের ক্লোন দিয়ে এটি তৈরি করেছেন বিজ্ঞানীরা। (ছবি সূত্র-এপি)

(ছবি সূত্র-এপি)    
  • 2/5

অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্ট অনুযায়ী নতুন প্রাণীটির জন্ম হয়েছে গত বছরের ১০ ডিসেম্বর। যদিও সেই তথ্য প্রকাশ করা হয়েছে গত বৃহস্পতিবার। গতবছর ক্লোনিং পদ্ধতিতে আমেরিকার টেক্সাসে একটি মঙ্গোলিয় ঘোড়ারও জন্ম হয়েছিল বলে জানা যাচ্ছে। (ছবি সূত্র-এপি)    
 

(ছবি সূত্র-এএফপি)
  • 3/5

নয়া প্রাণীটির নাম রাখা হয়েছে এলিজাবেথ এন। প্রায় ৭ মাসের পরিশ্রমের পর এই সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। (ছবি সূত্র-এএফপি)
 

Advertisement
(ছবি সূত্র-এএফপি)
  • 4/5

আমেরিকার কলোরাডোতে নয়া প্রাণীটির দেখভালের দায়িত্ব সামলাচ্ছে ফিশ এন্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস। গবেষকদের অনুমান আগামিদিনে ক্লোনিং পদ্ধতিতে অন্যান্য বিলুপ্তপ্রায় প্রাণীদেরও জন্ম দেওয়া যাবে। (ছবি সূত্র-এএফপি)
 

(ছবি সূত্র-এএফপি)
  • 5/5

জানা গেছে ১৯৮৮ সালে বিলা নামে নেউল প্রজাতির প্রাণীর মৃত্যু হয়। প্রাণীটির দেহাবশেষ সংরক্ষণ করে রাখা হয়। সেই প্রাণীর জিনেরই অনুরূপ জিন দিয়ে নতুন প্রাণীটির জন্ম হয়েছে। (ছবি সূত্র-এএফপি)

Advertisement