গত বৃস্পতিবার থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইউক্রেনের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তবুও রুশ আগ্রাসনের কাছে মাথা নত করতে রাজি নয় ইউক্রেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পুড়ে ছাই বিশ্বের সবচেয়ে বড় বিমান! বলা বাহুল্য, বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমানটি ছিল ইউক্রেনের, যেটি রুশ হামলায় পুড়ে ছাই হয়ে গিয়েছে।
ইউক্রেনে হামলাকারী রুশ সেনাবাহিনী (Russia Ukraine War) বিশ্বের সবচেয়ে বড় বিমান ধ্বংস করেছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা রবিবার বলেছেন যে, বিশ্বের বৃহত্তম বিমানটি রাশিয়ার সেনারা আজ কিয়েভের কাছে একটি বিমানবন্দরে ধ্বংস করেছে।
The biggest plane in the world "Mriya" (The Dream) was destroyed by Russian occupants on an airfield near Kyiv. We will rebuild the plane. We will fulfill our dream of a strong, free, and democratic Ukraine. pic.twitter.com/Gy6DN8E1VR
— Ukraine / Україна (@Ukraine) February 27, 2022
বিমান AN-225 'Mriya', যার অর্থ ইউক্রেনীয় ভাষায় 'স্বপ্ন'। এই বিমানটি ইউক্রেনীয় অ্যারোনটিক্স কোম্পানি আন্তোনভ তৈরি করেছিল। এটি বিশ্বের বৃহত্তম কার্গো বিমান হিসাবে স্বীকৃত হয়েছিল।
কিয়েভের বাইরে হোস্টোমেল বিমানবন্দরে রাশিয়া বিমানটিতে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে। বিশ্বের বৃহত্তম বিমান AN-225 'Mriya' ছিল প্রায় ২৭৬ ফুট লম্বা। এটির ওজন ছিল ২ লক্ষ ৮৫ হাজার কেজি। সর্বোচ্চ গতিবেগ ৮৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
বিমানের ক্ষতির জন্য শোক প্রকাশ করে ইউক্রেন তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেছে, 'বিশ্বের সবচেয়ে বড় বিমান মারিয়া' (দ্য ড্রিম) রুশ সেনাবাহিনী ধ্বংস করেছে। আমরা বিমানটি পুনর্নির্মাণ করব। আমরা একটি শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক ইউক্রেনের স্বপ্ন পূরণ করব।
টুইটের পাশাপাশি ইউক্রেন প্লেনের একটি ছবিও পোস্ট করেছে, যার উপরে লেখা আছে, 'ওরা সবচেয়ে বড় বিমান পুড়িয়ে দিয়েছে কিন্তু আমাদের স্বপ্ন কখনো ধ্বংস হবে না'।
দিমিত্রো কুলেবাও এই বিষয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, 'এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় বিমান, AN-225 'Mriya' (ইউক্রেনীয় 'স্বপ্ন')। রাশিয়া হয়তো আমাদের মেরিকে ধ্বংস করেছে, কিন্তু তারা কখনোই আমাদের শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করতে পারবে না। আমরা জয়ী হব'!
This was the world’s largest aircraft, AN-225 ‘Mriya’ (‘Dream’ in Ukrainian). Russia may have destroyed our ‘Mriya’. But they will never be able to destroy our dream of a strong, free and democratic European state. We shall prevail! pic.twitter.com/TdnBFlj3N8
— Dmytro Kuleba (@DmytroKuleba) February 27, 2022
বিমান নির্মাতা আন্তোনভ টুইট করেছেন, 'বিশেষজ্ঞদের দ্বারা An-225 পরিদর্শন না করা পর্যন্ত আমরা বিমানের প্রযুক্তিগত অবস্থার বিষয়ে রিপোর্ট করতে পারছি না। ফলে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
Update on the information of #AN225 "Mriya" aircraft: Currently, until the AN-225 has been inspected by experts, we cannot report on the technical condition of the aircraft.
— ANTONOV Company 🇺🇦 (@AntonovCompany) February 27, 2022
Stay tuned for further official announcement.#StopRussia #StopRussiaAggression #Ukraine pic.twitter.com/EHyHVFJJXc