scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Places Where Sun Never Sets : বিশ্বের এই ৬ জায়গায় সূর্য ডোবে না, সর্বদাই দিন, জানতেন?

প্রতীকী ছবি
  • 1/7

দিনের শেষে সূর্যাস্ত, এটাই প্রাকৃতিক নিয়ম। তবে এমনও অনেক জায়গা আছে যেখানে বছরের বেশকয়েকটা দিন সূর্যাস্তই হয় না। বিষয়টা অবাক মনে হলেও, এটাই বাস্তব। চলুন জেনে নেওয়া যাক সেই জায়গাগুলি কোথায়। 
 

নরওয়ে
  • 2/7

নরওয়ে - এই দেশকে বলা হয় ল্যান্ড অফ মিডনাইট সান। মে থেকে জুলাই মাসের মধ্যে প্রায় ৭৬ দিন এখানে সূর্য অস্তই যায় না। নরওয়ের সোয়ালবার্ডে ১০ এপ্রিল থেকে ২৩ অগাস্ট পর্যন্ত লাগাতার কিরণ দেয় সূর্য। 

কানাডা
  • 3/7

নুনবত, কানাডা - কানাডার এক ছোট শহর নুনাবত। কানাডার উত্তরপশ্চিমের এই অংশে প্রায় ২ মাস লাগাতার জেগে থাকেন সূর্যদেব। অন্যদিকে শীতকালে এই অঞ্চলেই একটানা ৩০ দিন রাত্রি বিরাজ করে।

Advertisement
আইসল্যান্ড
  • 4/7

আইসল্যান্ড - গ্রেট ব্রিটেনের পর এটাই ইউরোপের সবচেয়ে বড় দ্বীপ। জুন মাসে এখানে সূর্যাস্ত হয় না। মাঝরাতেও দেখা যায় সূর্যকে। 
 

আলাস্কা
  • 5/7

ব্যারো, আলাস্কা - এখানে মে-এর শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য অস্ত যায় না। তবে নভেম্বরের শুরু থেকে ৩০ দিন পর্যন্ত এখানে রাত থাকে। একে বলা হয় পোলার নাইট। 

ফিনল্যান্ড
  • 6/7

ফিনল্যান্ড - গ্রীষ্মকালে ফিনল্যান্ডে প্রায় ৭৩ দিন ধরে লাগাতার জেগে থাকে সূর্য। এখানে নর্দার্ন লাইটস উপভোগ করার সুযোগ পাবেন। এছাড়াও, ফিনল্যান্ডে স্কিইংয়ের পাশাপাশি কাচের ইগলুতে থাকার অভিজ্ঞতাও পেতে পারেন আপনি। 
 

সুইডেন
  • 7/7

সুইডেন - এখানে মে থেকে অগাস্ট পর্যন্ত মধ্যরাতে অস্ত যায় সূর্য। আবার ভোর সাড়ে ৪টে নাগাদ সূর্যদয় হয়। একটানা প্রায় ৬ মাস ধরে এখানে আলো দেয় সূর্য।  

Advertisement