'পিএইচডি ও মাস্টার ডিগ্রি মূল্যবান নয়, কারণ মোল্লাদের কাছেও তা নেই, তবুও তাঁরা সর্বশ্রেষ্ঠ', এমনই মন্তব্য তালিবানের (Taliban) শিক্ষামন্ত্রী শেখ মৌলবি নূরুল্লাহ মুনিরের। তালিবানের শিক্ষামন্ত্রী বলেন, "আজকের দিনে পিএইচডি, মাস্টার ডিগ্রি মূল্যবান নয়। কারণ মোল্লা ও তালিবান এখন ক্ষমতায় আছে, তাঁদের পিএইচডি, এমএ, এমনকী হাইস্কুলের ডিগ্রিও নেই। কিন্তু তাঁরা সবার সেরা।"
মঙ্গলবারই মোল্লা মহম্মদ হাসান আকুন্দের (Mullah Mohammad Hassan Akhund) নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা করেছে তালিবান। মন্ত্রিপরিষদের যাঁরা স্থান পেয়েছেন তাঁরা প্রত্যেকেই প্রথম সারির তালিবান নেতা। এই প্রসঙ্গে তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহদ জানান, নয়া ইসলামিক সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা হাসান এবং ডেপুটি মোল্লা অবদুল ঘানি বরাদার।
প্রসঙ্গত বেশকিছুদিন আগেই আফগনিস্তান (Afghanistan) পুনরায় দখল করেছে তলিবান। সম্প্রতি পঞ্জশিরও দখল করা হয়েছে বলে জানান হয়েছে তালিবানের তরফে। তারপরেই সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দেওয়া হয় তালিবানের পক্ষ থেকে। অবশেষে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা করে তালিবান। তবে তালিবানের নয়া মন্ত্রিপরিষদে এমন কয়েকজন রয়েছেন যাঁদের আগেই আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কারও কারও ওপরে আবার পুরস্কার ঘোষণা করেছে আমেরিকাও।