scorecardresearch
 

সর্বনাশ! পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাট সাইজের গ্রহাণু

করোনা আতঙ্কের মধ্যে নয়া একটি দুঃসংবাদ! আকারে প্রায় বোয়িং-৭৪৭ বিমান সাইজের একটি গ্রহাণু তীব্র গতিতে ছুটে আসছে পৃথিবীর দিকে। এমনটাই সতর্কবার্তা জানিয়েছে নাসা।

Advertisement
গ্রহাণু গ্রহাণু
হাইলাইটস
  • আকারে প্রায় বোয়িং-৭৪৭ বিমান সাইজের একটি গ্রহাণু তীব্র গতিতে ছুটে আসছে পৃথিবীর দিকে।
  • গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ২০২০ আরকে২।
  • বেশ কয়েকদিন ধরেই নাসার উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল এই গ্রহাণুটি।

দিল্লি, ৬ অক্টোবর : করোনা আতঙ্কের মধ্যে নয়া একটি দুঃসংবাদ! আকারে প্রায় বোয়িং-৭৪৭ বিমান সাইজের একটি গ্রহাণু তীব্র গতিতে ছুটে আসছে পৃথিবীর দিকে। এমনটাই সতর্কবার্তা জানিয়েছে নাসা।

গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ২০২০ আরকে২। বিশাল আকারের এই গ্রহাণুটির ব্যাস ৩৬ মিটার থেকে ৮১ মিটার। বেশ কয়েকদিন ধরেই নাসার উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল এই গ্রহাণুটি। মনে করা হচ্ছে আগামীকাল অর্থাৎ বুধবার রাতে পৃথিবীর খুব কাছ থেকে চলে যাবে গ্রহাণুটি। অন্তত ৩৮ লক্ষ ৩০ হাজার কিমি দূর থেকে এই গ্রহাণুটি চলে যাবে বলে মনে করা হচ্ছে। তবে তার আগেই যদি দিক পরিবর্তন করে পৃথিবীর কাছে চলে আসে, তাহলে বড়সড় বিপত্তির সম্মুখীন হতে পারে। তবে সেই সম্ভবনা খুবই কম বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

আপাতত পৃথিবী থেকে এই গ্রহাণুটির দেখার কোনও সম্ভবনা নেই। নতুন এই গ্রহাণুটির বয়স কিংবা কোথা থেকে সৃষ্টি হয়েছে, সেই বিষয়েও স্পষ্ট কিছু জানা যায়নি।

গত একমাস ধরে মাঝেমধ্যে পৃথিবীর খুব কাছ থেকে বিভিন্ন সাইজের একের পর এক গ্রহাণু চলে গিয়েছে। শেষ গ্রহাণুটি গেছিল ২২ হাজার মাইল দূর থেকে। সেটি আকারে একটি স্কুল বাস সাইজের ছিল। তবে এবারের গ্রহাণুটি আকারে বিশাল বড়। আপাতত বিজ্ঞানীরা এই বিষয়টির ওপর কড়া নজর রেখে চলেছেন৷

Advertisement