scorecardresearch
 

রণজিৎ সিং-এর মূর্তিতে ভাঙচুর! ক্ষোভপ্রকাশ পাক মন্ত্রীর, কড়া প্রতিক্রিয়া ভারতের

ফাওয়াদ চৌধুরী বলেন, নিরক্ষরদের এই সমস্ত কাজকর্ম বিশ্বের দরবারে পাকিস্তানের ভাবমূর্তির ক্ষেত্রে খুবই বিপজ্জনক। লাহোরে স্থাপিত ওই মূর্তিটি প্রথমে উপড়ে ফেলার চেষ্টা করে অভিযুক্ত। পরে সেটি ভেঙে ফেলে। এমনকী মহারাজার রণজিৎ সিং-এর বিরুদ্ধে স্লোগানও দিতে শোনা যায় ওই ব্যক্তিকে। 

Advertisement
ফের ভাঙা হল রণজিৎ সিং-এর মূর্তি ফের ভাঙা হল রণজিৎ সিং-এর মূর্তি
হাইলাইটস
  • পাকিস্তানে তৃতীয়বার ভাঙা হল রণজিৎ সিং-এর মূর্তি
  • গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি
  • মূর্তি আগের অবস্থায় ফেরানোর আশ্বাস

পাকিস্তানে (Pakistan)আবারও ভাঙল মহারাজা রণজিৎ সিং-এর মূর্তি। লাহোরে রণজিত সিং-এর মূর্তি ভাঙল এক ব্যক্তি। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডয়ায়। ভিডিওয়ে মহারাজা রণজিৎ সিং-এর (Maharaja Ranjit Singh) মূর্তি ভাঙতে দেখা যাচ্ছে কট্টরপন্থী সংগঠনের ওই ব্যক্তিকে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

ফাওয়াদ চৌধুরী বলেন, নিরক্ষরদের এই সমস্ত কাজকর্ম বিশ্বের দরবারে পাকিস্তানের ভাবমূর্তির ক্ষেত্রে খুবই বিপজ্জনক। লাহোরে স্থাপিত ওই মূর্তিটি প্রথমে উপড়ে ফেলার চেষ্টা করে অভিযুক্ত। পরে সেটি ভেঙে ফেলে। এমনকী মহারাজার রণজিৎ সিং-এর বিরুদ্ধে স্লোগানও দিতে শোনা যায় ওই ব্যক্তিকে। 

এদিকে এই ঘটনাকে কেন্দ্র কের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানে। প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিশেষ সহায়ক শাহবাজ গিল বলেন, অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। এটা অসুস্থ মানসিকতার লক্ষণ। এই ধরনের অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ করবে। 

কড়া প্রতিক্রিয়া ভারতের

এদিকে এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, লাহোরে (Lahore) মহারাজা রণজিৎ সিং-এর মূর্তি ভাঙার বিষয়ে উদ্বেগজনক খবর নজরে এসেছে। ২০১৯ সালে মূর্তি উন্মোচনের পর এই নিয়ে তিনবার হামলা হল সেটির ওপরে। তিনি আরও বলেন, পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর এই ধরনের আক্রমণ সমাজে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধার অভাবকেই তুলে ধরছে। 

গ্রেফতার অভিযুক্ত

এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে বিভিন্নমহলে। চাপে পড়ে কট্টরপন্থী সংগঠন তেহরিক-ই-লাব্বাইকের সদস্য অভিযুক্ত রিজওয়ানকে গ্রেফতার করেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে বলেও জানান হয়েছে পুলিশের তরফে।  

Advertisement

আগের অবস্থায় ফেরানো হবে মূর্তি

ঘটনায় গুরুত্ব দিয়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদারি পুলিশের থেকে রিপোর্ট তলব করেছেন। তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়া উচিত। একইসঙ্গে মূর্তিটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছেন তিনি। 

কড়া পদক্ষেপের দাবি

এই ঘটনার প্রভাব পড়েছে ভারতেও। দিল্লিতে শিখ গুরুদ্বার ব্যবস্থাপনা কমিটির অধ্যক্ষ মনজিন্দর সিং সিরসা এই ধরনের বিদ্বেষ ছড়ানো বন্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


 

Advertisement