scorecardresearch
 

Balochistan Blast: পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ৫০ ছাড়াল

ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। বিস্ফোরণে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি)ও রয়েছেন।

Advertisement
পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৩৪ পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৩৪
হাইলাইটস
  • ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে
  • বিস্ফোরণে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে

ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। বিস্ফোরণে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি)ও রয়েছেন। বালুচিস্তানের মাস্তুং জেলার একটি মসজিদের কাছে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। নবী দিবসের অনুষ্ঠানে ওই মসজিদের কাছে বহু মানুষ জড়ো হয়েছিলেন।

মাস্তুংয়ের সহকারি কমিশনার আত্তা উল মুনিম জানিয়েছেন, বিস্ফোরণে নিহত হয়েছেন মাস্তুংয়ের ডিএসপি নওয়াজ গাশকোরি। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। পাকিস্তানি তালিবান (টিটিপি) এক বিবৃতিতে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

চলতি মাসে এনিয়ে দ্বিতীয়বার বড় বিস্ফোরণের ঘটনা ঘটল মাস্তুং জেলায়। এই মাসের শুরুতে, একটি বিস্ফোরণে জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল (জেইউআই-এফ) নেতা হাফিজ হামদুল্লাহ সহ বেশ কয়েকজন আহত হন।

আরও পড়ুন

Advertisement