scorecardresearch
 

Nobel Prize in Chemistry : রসায়নে নোবেল পেলেন জার্মানি ও স্কটল্যান্ডের ২ বিজ্ঞানী

Nobel Prize in Chemistry : রসায়নে নোবেল পেয়েছেন দুই বিজ্ঞানী। তাঁদের নাম বেঞ্জামিন লিস্ট (Benjamin List) ও ডেভিড ডব্লিউ.সি. ম্যাকমিলান (David WC MacMillan)। জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য পুরস্কার পান এই দুই বিজ্ঞানী। বুধবারই এই ঘোষণা করে নোবেল কমিটি।

Advertisement
রসায়নে নোবেল রসায়নে নোবেল
হাইলাইটস
  • রসায়নে নোবেল পেয়েছেন দুই বিজ্ঞানী
  • তাঁদের নাম বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ডব্লিউ.সি. ম্যাকমিলান
  • জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য পুরস্কার পান তাঁরা

রসায়নে নোবেল পেয়েছেন দুই বিজ্ঞানী। তাঁদের নাম বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ডব্লিউ.সি. ম্যাকমিলান। জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য পুরস্কার পান এই দুই বিজ্ঞানী। বুধবারই এই ঘোষণা করে নোবেল কমিটি। 

বেঞ্জামিন লিস্টের জন্ম  জার্মানিতে ১৯৬৮ সালে। অপরজন ডেভিড ডব্লিউ.সি. ম্যাকমিলান ব্রিটেনের বেলশিলে জন্মগ্রহণ করেন ১৯৬৮ সালে। পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার সমানভাগে ভাগ করে নেবেন এ দুই গবেষক।

 আরও পড়ুন : অবশেষে রাহুল-প্রিয়াঙ্কাকে লখিমপুরে যাওয়ার অনুমতি যোগী সরকারের

কেন নোবেল পেলেন ? সৌরকোষ থেকে ব্যাটারি স্টোরেজের মতো বিভিন্ন বিষয়ে সেই আণবিক গঠনের প্রভাব কী, তা নিয়ে গবেষণা করেছেন এই দুই গবেষক। নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, সেই কারণে পুরস্কার দেওয়া হয়েছে এঁদের। 

সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, এই দুই বিজ্ঞানীর আবিস্কারের ফলে গবেষকরা নয়া ওষুধের উপকরণ থেকে শুরু করে অণু পর্যন্ত এমন কিছু তৈরি করতে পারবেন, যা সৌরকোষে আলো ধরতে পারবে। 

আরও পড়ুন : ম্যাজিক জুস! Diabetes রোগীদের সুগার লেভেল কমবে কয়েক মিনিটে

সুইডিশ অ্যাকাডেমির কথায়, 'বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ম্যাকমিলান দেখিয়েছেন যে জৈব অনুঘটকগুলি রাসায়নিক বিক্রিয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। এই প্রতিক্রিয়াগুলি ব্যবহার করে, গবেষকরা এখন নতুন ফার্মাসিউটিক্যালস থেকে অণু পর্যন্ত এমন কিছু তৈরি করতে পারবেন, যা সৌর কোষে আলো ক্যাপচার করতে পারবে। আর তাতে মানবজাতীর সুবিধে হবে।' 
 

 

Advertisement

Advertisement