scorecardresearch
 

Pakistan Janmashtami : পাকিস্তানে জন্মাষ্টমীতে মন্দিরে হামলা, ভাঙা হল কৃষ্ণের মূর্তি

পাকিস্তানে ফের হিন্দু মন্দিরে হামলা। সোমবার ছিল জন্মাষ্টমী। আর সেদিনই মন্দিরে হামলা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মন্দিরে থাকা কৃষ্ণের মূর্তিও ভাঙচুর করা হয়।

Advertisement
মন্দিরে ভাঙচুর (ছবিটি প্রতীকী) মন্দিরে ভাঙচুর (ছবিটি প্রতীকী)
হাইলাইটস
  • পাকিস্তানে ফের হিন্দু মন্দিরে হামলা
  • স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মন্দিরে থাকা কৃষ্ণের মূর্তিও ভাঙচুর করা হয়
  • ঘটনার তীব্র নিন্দা শুরু হয়েছে

পাকিস্তানে ফের হিন্দু মন্দিরে হামলা। সোমবার ছিল জন্মাষ্টমী। আর সেদিনই মন্দিরে হামলা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মন্দিরে থাকা কৃষ্ণের মূর্তিও ভাঙচুর করা হয়। জানা গিয়েছে, সিন্ধ প্রদেশের একটি মন্দিরে এই ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার হামলা হল পাকিস্তানের কোনও মন্দিরে। 

আরও পড়ুন : Corona-র নয়া ভ্যারিয়েন্ট! কাজে দেবে না ভ্যাকসিনও?

সংবাদসংস্থা ANI-এ প্রকাশিত খবর অনুযায়ী, পাকিস্তানের সমাজসেবক রাহত অস্টিন একটি টুইট করেছেন। আর সেই টুইটের মাধ্যমেই এই খবর চাউর হয়েছে। জানা গিয়েছে, দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। তারা পরিকল্পনামাফিক মূর্তিও ভাঙচুর করে। 

এর আগে গণেশ মন্দিরেও ভাঙচুর হয়েছিল 

অগাস্ট মাসের প্রথম দিকেই পাকিস্তানের এক গণেশ মন্দিরে একইভাবে ভাঙচুর চালিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ ৯০ জনকে গ্রেফতার করে। ১৫০ জনের বিরুদ্ধে FIR দায়ের হয়।

আরও পড়ুন :  'মিথ্যেবাদী-নাটকবাজ', মমতাকে আরও যা যা বলেছিলেন শিখা

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের এক গ্রামের মন্দিরে সেই হামলা চালানো হয়। সেদিন একটি অনুষ্ঠানের মাঝেই মন্দিরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, পুলিশ ডাকা হয় ঘটনাস্থলে। পরে সেই মন্দির মেরামত করে দেওয়া হয়। 

এই ঘটনার নিন্দা করেন সেই দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তারপরও কমল না মন্দিরে হামলা। প্রসঙ্গত, পাকিস্তানে প্রায় ৭৫ লাখ হিন্দু বসবাস করেন।   

Advertisement