৭৫ বছরে এই প্রথমবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিশেষ চার্টার্ড বিমানে ভারতে আসছেন সেদেশের যাত্রীরা। পাকিস্তান হিন্দু কাউন্সিলের পৃষ্ঠপোষক তথা সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) দলের হিন্দু সাংসদ ড. রমেশ কুমার ভাঙ্কওয়ানি জানিয়েছেন যে তিনি আগামী ২৯ জানুয়ারি পাকিস্তানের একটি তীর্থযাত্রী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
মোট ৩ দিনের সফরে পাকিস্তানী তীর্থযাত্রীরা দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দরগা, খাজা গরীব নওয়াজ শরীফ এবং তাজমহল (Taj Mahal) দর্শন করবেন। এই বিষয়ে ড. রমেশ কুমার ভাঙ্কওয়ানি জানান, ধর্মীয় পর্যটনকে উৎসাহ দিতে আগামী ২০ ফেব্রুয়ারি দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত এয়ার বিমান পরিচালিত হবে, যাতে ভারতীয়রাও রামহংস জি মহারাজের সমাধি এবং টেরি মন্দির যেতে পারেন।
ড. রমেশ কুমার ভাঙ্কওয়ানি আজতককে জানান, "পাকিস্তানী তীর্থযাত্রীদের ভারতে ধর্মীয় স্থানগুলির দর্শনের জন্য পিআইএ-এর (PIA) বিশেষ বিমানে নিয়ে যাওয়া হবে, আর ভারতীয় তীর্থযাত্রীরা এয়ার ইন্ডিয়ার বিমানে পাকিস্তানে পৌঁছবেন।" তিনি আরও বলেন, দুদেশের মধ্য়ে মাসিক ভিত্তিতে বিমান চলাচল শুরু হয়েছে। তাঁর মতে ধর্মীয় পর্যটনকে উৎসাহ দিলে দুদেশের মানুষ কাছাকাছি আসবেন।
প্রসঙ্গত এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানের ভারতীয় যাত্রীদের সুবিধা দিতে ভারত সরকারের আবেদনের কথা স্বীকার করে নিয়েছেন ড. রমেশ কুমার ভাঙ্কওয়ানি। তিনি বলেন, "১ মার্চ ভারতীয় যাত্রীদের একটি প্রতিনিধিদল বালুচিস্তানের হিংলাজ মাতা মন্দির ও অন্যান্য ঐতিহাসিক পবিত্র স্থানগুলি ভ্রমণের জন্য করাচিতে অবতরণ করবেন।"
আরও পড়ুন - বিক্রি হচ্ছিল 'I Love You' লেখা শাড়ি, শুরু তুমুল বিক্ষোভ-অশান্তি