scorecardresearch
 

Pakistan PM Imran Khan Majority : মাঝরাতে শরিক-ধাক্কা! আজই PM পদে ইস্তফা ইমরানের?

পাকিস্তান অ্যাসেম্বলিতে (Pakistan Assembly) মোট সদস্য সংখ্যা ৩৪২। সংখ্যাগরিষ্ঠতা পেতে চাই ১৭২ সদস্যের সমর্থন। MQM ইমরান খানের সঙ্গ ত্যাগ করায় বিরোধীদের সদস্যের সংখ্যা হবে ১৭৭। আর ইমরান খানের কাছে থাকবে ১৬৪ সদস্যেক সমর্থন।

Advertisement
ইমরান খান ইমরান খান
হাইলাইটস
  • আস্থা ভোটের আগেই ধাক্কা
  • ইমরানের সঙ্গ ছাড়ল MQM
  • বিরোধীরে সমর্থনের সিদ্ধান্ত

আস্থা ভোটের আগেই বড়সড় ধাক্কা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)। আস্থা ভোটের আগেই বিপক্ষের সঙ্গে সমঝোতা করে নিল সরকারের সহযোগী দল MQM। এই প্রসঙ্গে পিপিপি প্রধান বিলাবল ভুট্টো জারদারি একটি ট্যুইটে লেখেন, বিপক্ষ ও MQM-এর মধ্যে একটি সমঝোতা হয়েছে। রাবতা কমিটি এমকিউএম ও পিপিপি সিইসি চুক্তি অনুমোদন করবে, তারপরেই এই বিষয়ে সংবাদমাধ্যমকে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে। প্রসঙ্গত ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। ৩১ মার্চ সেবিষয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু তার আগেই এই সমঝোতায় সংখ্যা গরিষ্ঠতা হারাল সরকার। 

সম্পূর্ণ সংখ্যাতত্ত্ব
পাকিস্তান অ্যাসেম্বলিতে (Pakistan Assembly) মোট সদস্য সংখ্যা ৩৪২। সংখ্যাগরিষ্ঠতা পেতে চাই ১৭২ সদস্যের সমর্থন। MQM ইমরান খানের সঙ্গ ত্যাগ করায় বিরোধীদের সদস্যের সংখ্যা হবে ১৭৭। আর ইমরান খানের কাছে থাকবে ১৬৪ সদস্যেক সমর্থন। ইমরান খানের সরকার ফেলতে বিরোধীদের দরকার ১৭২ সদস্যের সমর্থন। সেক্ষেত্রে সরকার পড়বে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে ইমরানের খানের অভিযোগ, কেউ কেউ বিদেশী অর্থের সাহায্যে তাঁর সরকার ফেলার (Imran Khan No Confidence) চেষ্টা করছেন। এক্ষেত্রে ইমরান খান দেশের প্রধান বিচারপতিকে এই চিঠিটি দেখাতে প্রস্তুত বলেও দাবি করেছেন সরকারের এক মন্ত্রী আসাদ উমর।

ছেড়ে যাচ্ছে সহযোগীরা
ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করেছেন ইমরান খানের (PM Imran Khan) দলের প্রায় ২ ডজন সাংসদ। এছাড়া সহযোগী MQMP, PMLQ ও জামহুরি বতন পার্টিও ইমরানের সঙ্গে ত্যাগ করেছে। প্রথমে জামহুরি বতন পার্টির নেতা শাহজান বুগতি ক্যাবিনেটে ইস্তফা দেন এবং বিরোধীদের সমর্থনের সিদ্ধান্ত নেন। এমনকি MQMP-ও এবার হাত মেলালো বিরোধীদের সঙ্গে। 

আরও পড়ুনডায়াবেটিস আক্রান্তরা ভুলেও খাবেন না এই ওষুধ! সন্তানের উপর ভয়ঙ্কর প্রভাব


 

Advertisement

Advertisement