ক্রিমিয়া ব্রিজে হামলার জন্য কমপক্ষে ২৩,০০০ কিলো বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, দাবি রুশ তদন্তকারী সংস্থা এফএসবি-র। ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৫ জন রাশিয়া, এবং ৩ জন ইউক্রেন ও আর্মেনিয়ার নাগরিক। এফএসবি (FSB) জানাচ্ছে, ক্রিমিয়া সেতুতে এই হামলাটি ইউক্রেন মিলিটারি ইন্টেলিজেন্স এবং এর ডিরেক্টর কিরিল বুদানভের মাধ্যমে যৌথভাবে চালানো হয়েছে। যদিও ইউক্রেন এখনও পর্যন্ত এই হামলার দায় নেয়নি। তবে ইউক্রেনের কয়েকজন কর্তা নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এই হামলার পেছনে নেপথ্যে কিইভের হাত রয়েছে।
লুকিয়ে আনা হয় বিস্ফোরক
এফএসবি জানিয়েছে, বিস্ফোরক ডিভাইসটি কনস্ট্রাকসন পলিথিনের রোলে মুড়িয়ে ২২টি গদিতে লুকানো ছিল। বিস্ফোরক যন্ত্রটির মোট ওজন ছিল ২২.৭ টন অর্থাৎ প্রায় ২৩,০০০ কেজি। সন্দেহ এড়ানোর জন্য এটি তিনটি দেশের মধ্য দিয়ে ইউক্রেন থেকে রাশিয়ায় আনা হয়। বিস্ফোরক ইউক্রেন থেকে বুলগেরিয়া, জর্জিয়া ও আর্মেনিয়া হয়ে আনা হয়।
ব্রিজের উদ্বোধন করেন পুতিন
বর্তমানে এফএসবির দায়িত্বে রয়েছে পুতিনের সহযোগী আলেকজান্ডার বোর্টিনকভ। তিনি বলেন, এফএসবি মস্কো এবং পশ্চিম রাশিয়ার শহর ব্রায়ানস্কে ইউক্রেনের হামলা ব্যর্থ করেছে। প্রসঙ্গত গত অক্টোবর, রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী ১৯ কিলোমিটার দীর্ঘ ক্রিমিয়া সেতুতে ভয়াবহ বিস্ফোরণ (Crimean Bridge Blast) ঘটে। ২০১৪ সালে ক্রিমিয়া অধিগ্রহণের পর পুতিনই ২০১৬ সালে এই সেতুটি তৈরি করেন। ২০১৮ সালে একটি ট্রাক চালিয়ে এই সেতুর উদ্বোধন করেন পুতিন। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল ০৩ ট্রিলিয়ন ০৩ বিলিয়ন টাকা।
এদিকে সোমবার থেকে ইউক্রেনের ওপর শুরু হওয়া রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় (Russia Ukraine War) এখনও পর্যন্ত মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত ১০০ জনেরও বেশি। এদিকে ক্রিমিয়া সেতুতে হামলার পর পুতিন দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাল্টা ইউক্রেনকেও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমী দেশগুলো।
আরও পড়ুন - পরবর্তী Leap Year কবে? এই উত্তরগুলি জানলে ইন্টারভিউতে সিওর সাকসেস