এক দেশ গত ৭ মাস ধরে যুদ্ধে লিপ্ত, অপর দেশ ভয়ঙ্কর বন্যার সম্মুখীন, তারই মাঝে দুই দশের প্রধানকে দেখা গেল সুস্বাদু খাবার উপভোগ করতে। এখানে আলোচনা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে (Pakistan Prime Minister Shehbaz Sharif) নিয়ে। বৃহস্পতিবার শুরু হওয়া এসসিও সামিটের খাবার স্থলে দেখা যায় তাঁদের। সঙ্গে দেখা যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকেও (Turkish President Recep Tayyip Erdoan )। উকবেকিস্তানের সমরখন্দে ২দিন ব্যাপী এই সামিটের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ মাস ধরে যুদ্ধ চলছে রাাশিয়া ও ইউক্রেনের মধ্যে (Russia Ukraine War)। প্রথমদিকে রাশিয়ান সেনা ইউক্রেনের অনেকটা অঞ্চল দখল করে নিলেও পরে প্রত্যাঘাত শুরু করে ইউক্রেন। ইতিমধ্যেই অনেকটা জায়গা পুনরুদ্ধার করেছে ইউক্রেন সেনা। পিছু হটছে রাশিয়া। যার জেরে পুতিন কিছুটা চাপের মধ্যেই রয়েছেন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার (Pakistan Flood) সম্মুখীন হয়েছে পাকিস্তান। গত জুন মাস থেকে সেখানে কমপক্ষে ৩৩ মিলিয়ন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে অন্তত ১,৪০০ জনের। পরিসংখ্যান বলছে বন্যার জেরে দেশের এক তৃতীয়াংশ জলের নিচে নিমজ্জিত। প্রতি ৭ জন মানুষের মধ্যে একজন বন্যায় ক্ষতিগ্রস্থ। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার।
জানা যাচ্ছে, পাকিস্তানকে গ্যাস সরবরাহ করতে পারে রাশিয়া। সামিটে (SCO Summit 2022) পুতিন ও শরিফের মধ্যে বৈঠকও হয়েছে। বৈঠকে নাকি ইয়ার ফোন প্লাগ করতে গিয়ে সমস্যায় পড়েন পাক প্রধানমন্ত্রী। এমনকী সমস্যা সমাধানের জন্য সাহায্য চাইতেও দেখা যায় তাঁকে।
আরও পড়ুন - ওজন-কোলেস্টেরল কমায়, ত্বক রাখে চকচকে, ঘোলের কামাল জানেন?