scorecardresearch
 

Viral Shoe : ছেঁড়া-ফাটা এই জুতোর দাম ৪৮ হাজার, কাঁপাচ্ছে নেট দুনিয়া

জানা গিয়েছে কোম্পানিটি ১০০ জোড়া এমন জুতো বিক্রি করা শুরু করেছে। আর তার দামও চমকে দেওয়ার মতো। ভারতীয় মুদ্রায় ৪৮ হাজার টাকা।

Advertisement
Credit: Balenciaga official Credit: Balenciaga official
হাইলাইটস
  • ছেঁড়া-ফাটা বললেও কম বলা হয়
  • বরং বলা ভালো ব্যবহারের অযোগ্য
  • আর তাই বিক্রি হচ্ছে ৪৮ হাজার টাকায়

ছেঁড়া-ফাটা বললেও কম বলা হয়। বরং বলা ভালো ব্যবহারের অযোগ্য। সুস্থ-স্বাভাবিক মানুষের পক্ষে যা পরা কার্যত অসম্ভব। সেই রকমই একটি জুতো তৈরি করেছে বিখ্যাত ব্রান্ড Balenciaga। আর সেই জুতোই এখন শিরোনামে। বিশেষ করে নেট দুনিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এই জুতো। অনেকে কোম্পানির উদ্দেশে বাছা বাছা বিশেষণ ব্যবহার করে কমেন্ট করছেন।  

কেন এমন জুতো তৈরি করল বিখ্যাত কোম্পানি Balenciaga? জানা গিয়েছে, কোম্পানির তরফে 'প্যারিস স্নিকার'- হিসেবে তৈরি জুতো তৈরি করা হয়েছে। যে ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেই জুতোটিও এই 'প্যারিস স্নিকার'-এর অংশ। এই জুতোর বিশেষ বৈশিষ্ট্যই হল তা হবে ছেঁড়া ও ফাটা।  

আরও পড়ুন : অশনি'-র জেরে লাগাতার বৃষ্টি, কোন কোন জেলায় ও কত দিন ?

জানা গিয়েছে কোম্পানিটি ১০০ জোড়া এমন জুতো বিক্রি করা শুরু করেছে। আর তার দামও চমকে দেওয়ার মতো। ভারতীয় মুদ্রায় ৪৮ হাজার টাকা।  


 জুতোগুলো নিয়ে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। কেউ কেউ লিখেছেন, 'দেখে মনে হচ্ছে কোনও আবর্জনার স্তূপ থেকে আনা হয়েছে।' আবার কারও কারও মন্তব্য, 'এই জুতো মানুষের পরার অযোগ্য। আমার তো মনে হয় না কেউ এটা পরবে।' 

তবে নেটিজেনরা যাই বলুক না কেন,  Balenciaga জানিয়েছে, তাদের এই জুতো তৈরির উদ্দেশ্য হল এর নকশা। যা নাকি ক্লাসিক। আর মধ্যযুগে খেলাধুলো করার সময় ক্রীড়াবিদরা নাকি এমন জুতো পরতেন। তাই এই জুতো বাজারে আনা হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, কালো, সাদা এবং লাল রঙের জুতো এখন বিক্রি হচ্ছে। এই জুতাগুলো দেখে মনে হতে পারে এগুলো কেউ পরেছে আগে। নেটিজেনদের এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছে  Balenciaga। 

Advertisement

বর্তমানে এই জুতোগুলো ইউরোপের বাজারে কেনা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশ ও আমেরিকাতে কয়েকদিন পর থেকে বিক্রি শুরু হবে। তারপর ছড়িয়ে পড়বে পৃথিবীর বিভিন্ন দেশে। 

Advertisement