আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই ২০২২ শেষ হয়ে আসবে ২০২৩। এই বছরটায় গোটা বিশ্বজুড়ে ঘটে গিয়েছে বহু ঘটনা-দুর্ঘটনা। কোথাও বেজেছে বেজেছে যুদ্ধের দামামা, কোথাও পড়েছে সরকার। কোথাও আবার হয়েছে জনবিক্ষোভ, তো কোথাও আবার সৃষ্টি হয়েছে নতুনের। বছরের শেষে বিশ্বের সেই সমস্ত খবরই এক নজরে দেখে নেব এই প্রতিবেদনে।
১. রাশিয়া-ইউক্রেন যুদ্ধ - এই বছরের একদম শুরুর দিকেই বিশ্বে বেজে ওঠে যুদ্ধের দামামা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ ইউক্রেন আক্রমণ করে রাশিয়া (Russia Ukraine war)। পাল্টা জবাব দিতে শুরু করে ইউক্রেনের সেনাও। বিশ্বের বেশিরভাগ দেশ যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে সওয়াল করলেও বাস্তবে এখনও তা সম্ভব হয়ে ওঠেনি। যুদ্ধে বহু মানুষের মৃত্যু হলেও, তার পরিমানটা ঠিক কত তা এখনও অজানা।
২. শ্রীলঙ্কার অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট - এই বছরের মাঝামাঝি নাগাদ উঠে আসে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার চরম অর্থনৈতিক সংকটের খবর। যার জেরের দেশ জুড়ে শুরু হয় গণবিক্ষোভ। চলে লুঠপাট ও অগ্নিসংযোগ। রাস্তায় নেমে বিক্ষোভ দেখানে শুরু করেন দেশবাসী। গণ বিক্ষোভের মুখে পড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)।
৩. পাকিস্তানে ক্ষমতাচ্যূত ইমরান খান - শ্রীলঙ্কার পাশাপাশি ভারতের আরও এক প্রতিবেশী দেশ পাকিস্তানেও এইবছর ঘটে যায় ব্যাপক রাজনৈতিক উত্থানপতন। গত এপ্রিলে অনস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরতে হয় ইমরান খানকে (Imran Khan Pakistan)। সেই বিষয়ে সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বাজওয়ার বিরুদ্ধেও মুখ খুলেছেন ইমরান। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী থাকাকালীন আমি পুরোপুরি অসহায় ছিলাম। আমি দেশের প্রধানমন্ত্রী ছিলাম, তবে আসল ক্ষমতা ছিল কামার জাভেদ বাজওয়ার হাতে।' গতমাসে ইমরানের মিছিলে গুলি চালানোর অভিযোগও ওঠে। ঘটনায় আহত হন ইমরান।
৪. ভারতীয় বংশোদ্ভূতর হাতে ব্রিটেনের ক্ষমতা - এই বছর ব্রিটেনের রাজনীতিতেও তৈরি হল ইতিহাস। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনক (Rishi Sunak)। ১৯৮০ সালের ১২ জুন ইংল্যান্ডের সাউথহ্যাম্পটনে জন্মগ্রহণ করেন তিনি। রাজনীতিতে আসার আগে ব্যবসা করতেন সুনক। প্রধানমন্ত্রীর কুর্সিতে ৪৫ দিন থাকার পর পদত্যাগ করেন লিজ স্ট্রাস। তারপরেই ওই পদে বসেন ঋষি সুনক।
৫. রানির প্রয়াণ - এই বছরের সেপ্টেম্বর মাসে প্রয়াত হন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth Death)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে চিকিৎসা চলছিল তাঁর। সেখানেই মৃত্যু হয় ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রানীর। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করে গোটা বিশ্ব।
৬. পদ্মা সেতুর উদ্বোধন - দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটিয়ে এই বছরই চালু হয় পদ্মা সেতু (Padma Bridge)। কোনওরকম বিদেশী সাহায্য ছাড়াই এই সেতু নির্মাণ করে বাংলাদেশ সরকার। এই সেতু উদ্বোধনের ফলে সড়কপথে কলকাতার সঙ্গে ঢাকার দূরত্ব কমে যায় প্রায় দেড়শো কিলোমিটার।
আরও পড়ুন -