scorecardresearch
 

Ukraine Kali Tweet Controversy : বিতর্কিত 'কালী' ট্যুইটে ক্ষমা চাইল ইউক্রেন, ঠিক কী ঘটেছে?

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের সেই ট্যুইটটি এখন মুছে ফেলা হয়েছে। ট্যুইটে একটি বিস্ফোরণের ধোঁয়ায় দেবী কালীর চিত্রের সঙ্গে ক্যাপশন ছিল 'ওয়ার্ক অফ আর্ট'। এই ট্যুইটটি ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে ভারতীদের মধ্যে। ছবিতে হিন্দু অনুভূতিকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে ভারত জুড়ে নেটিজেনরা ক্ষমা চাওয়ার দাবি জানান।

Advertisement
এই ছবি ঘিরেই বিতর্ক এই ছবি ঘিরেই বিতর্ক
হাইলাইটস
  • ইউক্রেনের কালীর ছবি বিতর্ক
  • ক্ষমা চাইল ইউক্রেন
  • ট্যুইট ইউক্রেনের মন্ত্রীর

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ট্যুইট করা দেবী কালীর ছবি নিয়ে ইতিমধ্যেই ছড়িয়েছে বিতর্ক। এই ঘটনায় ভারতীয়দের তরফে তীব্র প্রতিক্রিয়াও জানানো হয়েছে। এবার সেই ঘটনায় ক্ষমা চাইলেন ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী এমিন জাপারোভা। ট্যুইটে তিনি লেখেন, "বিকৃত উপায়ে দেবী কালীর চিত্রায়নের জন্য দুঃখিত। ইউক্রেন ও দেশের মানুষেরা অনন্য ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে ও ভারতের সমর্থনকে অত্যন্ত প্রশংসা করে"।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের সেই ট্যুইটটি এখন মুছে ফেলা হয়েছে। ট্যুইটে একটি বিস্ফোরণের ধোঁয়ায় দেবী কালীর চিত্রের সঙ্গে ক্যাপশন ছিল 'ওয়ার্ক অফ আর্ট'। এই ট্যুইটটি ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে ভারতীদের মধ্যে। ছবিতে হিন্দু অনুভূতিকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে ভারত জুড়ে নেটিজেনরা ক্ষমা চাওয়ার দাবি জানান।

অনেকে ইউক্রেন সরকারের তীব্র নিন্দা করে বলেছেন, দেশটি ভারতের সাহায্য চাওয়ার পরে এদেশে ব্যাপকভাবে পূজিতা এক দেবীর অবমাননা করছে। প্রতিরক্ষা মন্ত্রকের ট্যুইটটি এমিন জাপারোভা ভারত সফরের ঠিক কয়েকদিন পরেই প্রকাশ্যে এসেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তিনিই প্রথম উচ্চ পদস্থ ইউক্রেনীয় কর্মকর্তা যিনি ভারত সফর এসেছিলেন।

ভারত সফরে এসে এমিন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির দেওয়া একটি চিঠি তাঁর হাতে তুলে দেন।

আরও পড়ুন - বগটুইয়ের লালন শেখের মৃত্যুর তদন্তে এবার SIT, নির্দেশ হাইকোর্টের

Advertisement

 

Advertisement