scorecardresearch
 
Advertisement

ISRO Moon Mission: ISRO এবার চাঁদে মানুষ পাঠাবে, কবে, কীভাবে সব কিছুই জানুন, নতুন মাইল ফলকের পথে ISRO

ISRO Moon Mission: ISRO এবার চাঁদে মানুষ পাঠাবে, কবে, কীভাবে সব কিছুই জানুন, নতুন মাইল ফলকের পথে ISRO

ভারত এবার চাঁদে মানুষ পাঠাতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইসরো এখন থেকেই শুরু করে দিয়েছে চন্দ্রযান 4 পরিকল্পনা। এবারে তাদের লক্ষ্য হতে চলেছে  চাঁদের পৃষ্ঠ থেকে মাটি এবং পাথরের নমুনা পুনরুদ্ধার করা। এই বিষয়ে ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ জানিয়েছেন-যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2040 এর দশকের গোড়ার দিকে চাঁদে অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং ISRO একটি অবিচ্ছিন্ন অনুসন্ধান মিশনে রয়েছে।ভারতের হাতে পরপর চন্দ্রযান নিয়ে প্রকল্পের পরিকল্পনা করা আছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য হল 2024 সালের মধ্যে চাঁদের লুনার সারফেসে ভারতীয় মহাকাশচারীকে পাঠানোর লক্ষ্য থাকবে। 17 অক্টোবর মোদি গগণযান নিয়ে পর্যালোচনা করার সময় এই লক্ষ্যের সিদ্ধান্ত নেয়। এছাড়াও প্রধানমন্ত্রী 2035-এর মধ্যে ভারতীয় অন্তরীক্ষ স্টেশনস্থাপন করার নির্দেশ দেন।

A Step Closer To Putting Astronaut On Moon: ISRO Chief S Somanath On Chandrayaan-4

TAGS:
Advertisement