scorecardresearch
 
Advertisement

Israel-Hamas War: ফিলিস্তিনি জঙ্গিদের পাশে না থাকার ফল! হ্যাকারদের টার্গেট এয়ারপোর্ট?

Israel-Hamas War: ফিলিস্তিনি জঙ্গিদের পাশে না থাকার ফল! হ্যাকারদের টার্গেট এয়ারপোর্ট?

অনলাইন মাধ্যমের উপরে যত নির্বরশীলতা বাড়ছে, পাল্লা দিয়ে ততই বাড়ছে সাইবার প্রতারণা ও অপরাধের ঝুঁকিও। দেশে ক্রমাগত সাইবার হানা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতিই একটি আমেরিকান সংস্থার রিসার্চে জানানো হয়েছে যে, ফিলিস্তিন এবং ইজরায়েলের মধ্যে গাজায় চলতে থাকা যুদ্ধের বিষয়ে যাঁরা পাশে দাঁড়িয়েছে সেখানে সাইবার হানা সংক্রান্ত নানা ঘটনার বিষয় উঠে এসেছে। আমেরিকান ভিত্তিক নিরাপত্তা গবেষণা সংস্থা বলেছে যে যে দেশগুলি হয় ইজরায়েলকে সমর্থন করেছে বা গাজা উপত্যকায় তার ধ্বংসাত্মক সামরিক অভিযান বন্ধ করার জন্য আবিবের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে দেখা যাচ্ছে। আর সেই সমস্ত বিষয়ের ওপর তাঁরা নজর চালিয়ে যাচ্ছে।

Global aviation industry bears brunt of hacktivism.

Advertisement