Advertisement

USA Bridge Collapse : দেখুন ভিডিও, জাহাজের ধাক্কায় ভাঙল বিশাল ব্রিজ, জলে ভেসে গেল গাড়ি ও মানুষও

জাহাজের ধাক্কায় নদীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটা সেতু। জলের মধ্যে পড়ে গেল একাধিক গাড়ি। সেতু বিপর্যয়ের ফলে অনেক মানুষও নদীতে ভেসে গিয়েছেন বলেই খবর। যা দেখলে আঁতকে উঠবেন আপনিও। জাহাজে ধাক্কা লেগে ভেঙে পড়ল বিশাল ব্রিজ। ঘটনাটি ঘটেছে আমেরিকার বাল্টিমোরে। ফ্রান্সিস স্কট কি নামের ওই ব্রিজটি মঙ্গলবার ভোরে ভেঙে পড়ে। বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট এই ঘটনাকে 'বড়-হত্যার ঘটনা' বলে বর্ণনা করেছে। কারণ মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে কয়েকটি গাড়ি নীচে নদীতে পড়ে গিয়েছে। উদ্ধারকারীরা অন্তত সাতজনকে উদ্ধার করেছেন।

USA Bridge Collapse

Advertisement