Advertisement

না, ছবিগুলো সিলেটের সাম্প্রতিক বন্যার নয়

ভারতের পুরোনো বন্যার ছবি বিভ্রান্তিকর দাবি সহ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

ছবিগুলো কোথাকার?
অর্পিত বসু
  • কলকাতা ,
  • 30 Jun 2022,
  • अपडेटेड 6:07 PM IST

বন্যায় জর্জরিত উত্তর পূর্ব ভারত ও বাংলদেশের উত্তরাঞ্চল। 

এরই মাঝে এক ফেসবুক ব্যবহারকারী তিনটি ছবি পোস্ট করে দাবি করেছেন ছবিগুলো বাংলাদেশের। সিলেটের বন্যার।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। তিনটি ছবির মধ্যে দুটি ছবি ভারতের।

তদন্তে নেমে আমরা প্রথম ছবিটি রিভার্স সার্চ করে দেখি ছবিটি ২০১৬ সালের অন্ধ্র প্রদেশের বন্যার। 

এনডিটিভি এই ছবিটি ২০১৬ সালের ২৮শে সেপ্টেম্বর প্রকাশ করে জানিয়েছিল, "ছবিটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের।"

একই ভাবে দ্বিতীয় ছবিটিও আমরা রিভার্স সার্চ করে ২০১৭ সালের ১৪ই অগাস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পাই।

দেখা যাচ্ছে ছবিটি, বিহারের আড়ারিয়া জেলার। 

পোস্টে ব্যবহৃত তৃতীয় ছবিটির প্রকৃত সূত্র খুঁজে না পেলেও, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।

ফ্যাক্ট চেক

দাবি

ছবিগুলো বাংলাদেশের। সিলেটের বন্যার।

ফলাফল

তিনটির মধ্যে দুটি ছবি ভারতের। একটি ২০১৬ সালের, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। আরেকটি ২০১৭ সালের, বিহারের আড়ারিয়ার।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement