Advertisement

মনোরঞ্জন

বাড়িয়েছেন ১২ কেজি ওজন! 'বব বিশ্বাস'-র জন্যে বাংলা প্রশিক্ষণও নিয়েছেন অভিষেক

Aajtak Bangla
Aajtak Bangla
  • 07 Jan 2021,
  • Updated 10:52 AM IST
  • 1/9

অতিমারীর সময়ে তারকাদের জীবনে প্রচুর উত্থান-পতন ঘটেছে। অনেক ছবির ভবিষ্যত এখনও অন্ধকার। তবে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সময়টা বেশ ভাল যাচ্ছে। 
 

  • 2/9

 লকডাউনের সময় অভিনেতা বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হন এবং তাঁর ওয়েব সিরিজও প্রকাশিত হয়েছিল। তাই তিনি প্রায়ই খবরে থাকেন বর্তমানে।

  • 3/9

সম্প্রতি অভিষেক তাঁর ছবি 'বব বিশ্বাস'-র শ্যুটিং শেষ করেছেন। কলকাতার বিভিন্ন লোকেশনে হয়েছে সেই শ্যুটিং। ছবিতে অভিনেতাকে দেখা যাবে এক বাঙালি চরিত্রে। অভিষেক তাঁর চরিত্রের প্রতি ন্যায়বিচার করার জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন বেশ অনেকদিন ধরেই।
 

  • 4/9

শোনা যাচ্ছে, এই একটি ছবির জন্যে অভিনেতাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তিনি তাঁর ওজন বাড়িয়েছিলেন ১২ কেজি এবং সেটিও সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। অভিষেক কোনও প্রকার মেকআপ ব্যবহার করতে অস্বীকার করেছিলেন এই ছবিতে।

  • 5/9

একই সঙ্গে ছবিতে তাঁর চরিত্রে অনেক বাংলা সংলাপ আছে। ভাল বাংলা বলার জন্যে জুনিয়র বচ্চন, পরিচালক সুজয় ঘোষের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। সুজয় সেটেই অভিষেককে বাংলা শেখাতেন।
 

  • 6/9

'বব বিশ্বাস' বিদ্যা  বালনের 'কাহানি'-র আনুষাঙ্গিক ছবি । ছবিটি একেবারে ভিন্ন ধাঁচে এবং স্টাইলে পরিবেশন করা হবে। একই সঙ্গে ছবিটির বাজেট প্রায় ৮০ কোটি টাকার কাছাকাছি রাখা হয়েছে।
 

  • 7/9

অভিষেকের বিপরীতে চিত্রাঙ্গদা সিং ছবিতে অভিনয় করেছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় 'বব বিশ্বাস' ছবির সেটের অনেকগুলি ছবি ভাইরাল হয়েছে।

  • 8/9

 এর পাশাপাশি অভিষেকের প্রতিশোধ রূপ ফ্যানেরা দেখে যেমন অবাক হয়েছেন, তেমনই প্রশংসাও করছেন। অভিনেতা তাঁর কেরিয়ারের এই পর্যায়ে এসে এই রকম পরীক্ষা নীরিক্ষা করছেন তাঁর চরিত্র নিয়ে তা ইতিমধ্যে চর্চায়।

  • 9/9

'বব বিশ্বাস' ছাড়াও অভিষেক বচ্চনকে 'বিগ বুল' ছবিতে দেখা যাবে। অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজের  সঙ্গে  প্রথমবার কাজ করছেন অভিষেক। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাবে।

 

(ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)

Advertisement
Advertisement