Advertisement

মনোরঞ্জন

KIFF 2021: বিশ্বের ৫ কিংবদন্তির জন্মশতবর্ষ উদযাপন এবছরের চলচ্চিত্র উৎসবে, রইল ছবি

সৌমিতা চৌধুরী
  • 08 Jan 2021,
  • Updated 10:31 AM IST
  • 1/10

বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের অপেক্ষার অবসান আজ অর্থাৎ ৮ জানুয়ারি। শুরু হচ্ছে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival / KIFF)। বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরা এই চলচ্চিত্র উৎসবের দিকে মুখিয়ে থাকেন ।

  • 2/10

অতিমারী অন্যান্য বছরের থেকে এবছরের ছন্দ পতন ঘটিয়েছে ঠিকই। কিন্তু সিনেমার মানের সঙ্গে কোনও  আপস করা হবে না এবারের ফেস্টিভ্যালেও

  • 3/10

শুক্রবার বিকেল ৪ টে নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পরিবর্তে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল মাধ্যমেই KIFF ২০২১-র উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি হাজির থাকবেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

  • 4/10

২০২০ সালটা সকলেরই মনে গেঁথে থাকবে। এই অন্ধকারময় বছরে আমরা যেমন হারিয়েছি একের পর এক চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্রকে, তেমনই ওয়ার্ল্ড সিনেমার অনেক কিংবদন্তিদের জন্ম শতবর্ষ এই সালেই। KIFF ২০২১-এ তাই চলচ্চিত্র জগতের ৫ মহীরুহকে শতবার্ষিক শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। 

  • 5/10

ভানু বন্দোপাধ্যায় (Bhanu Bandopadhyay)

১৯২০ সালের ২৬ অগস্ট বাংলাদেশের বিক্রমপুরে জন্মেছিলেন ভানু বন্দোপাধ্যায়। প্রায় ৩০০- র বেশি ছবিতে কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে তিনি এখনও কালজয়ী।

  • 6/10

হেমন্ত মুখোপাধ্যায় (Hemanta Mukhopadhyay)

১৯২০ সালের ১৬ জুন বারাণসীতে জন্মেছিলেন ভারতীয় কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। বাংলা ছাড়াও আরও প্রায় দশটি ভাষাতে গান গেয়েছিলেন তিনি। টলিউড ও বলিউড ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করেছেন কয়েক দশক ধরে।

  • 7/10

পণ্ডিত রবিশঙ্কর (Pt.Ravi Shankar)

ভারতীয় সঙ্গীত জগতের আরও এক কিংবদন্তি শিল্পী পণ্ডিত রবিশঙ্কর ১৯২০ সালের ৭ এপ্রিল বারাণসীতে জন্মেছিলেন। সেতারবাদক এই শিল্পী ভারতরত্ন, পদ্মভূষণ, পাঁচবার গ্র্যামি অ্যাওয়ার্ড ছাড়াও পেয়েছেন অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি।
 

  • 8/10

ফেদেরিকো ফেলিনি (Federico Fellini)

ইটালির জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ফেদেরিকো ফেলিনি ১৯২০ সালের ৩১ অক্টোবর রুমে জন্মেছিলেন। বিশ্বের বিনোদনের জগতের জন্যে তাঁর বানানো ছবিগুলি উৎকৃষ্ট শিল্পকর্মের নিদারুণ উদাহরণরূপে রয়েছে।

  • 9/10

এরিক রোমের (Éric Rohmer)

ফ্রান্সের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এরিক রোমের ১৯২০ সালের ২১ মার্চ তুল্লে জন্মেছিলেন। এরিকের ছবিগুলি আজও পৃথিবীর বিখ্যাত। 

  • 10/10

ভারতীয় চলচ্চিত্র জগতের এই পাঁচ কিংবদন্তিকে সম্মান জানানো হবে এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তাঁদের ছবি দেখানোর পাশাপাশি থাকবে এক প্রদর্শনী। যেটি উদ্বোধন হবে ৯ জানুয়ারি দুপুর ২ নাগাদ।

Advertisement
Advertisement