বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের অপেক্ষার অবসান আজ অর্থাৎ ৮ জানুয়ারি। শুরু হচ্ছে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival / KIFF)। বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরা এই চলচ্চিত্র উৎসবের দিকে মুখিয়ে থাকেন ।
অতিমারী অন্যান্য বছরের থেকে এবছরের ছন্দ পতন ঘটিয়েছে ঠিকই। কিন্তু সিনেমার মানের সঙ্গে কোনও আপস করা হবে না এবারের ফেস্টিভ্যালেও
শুক্রবার বিকেল ৪ টে নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পরিবর্তে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল মাধ্যমেই KIFF ২০২১-র উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি হাজির থাকবেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
২০২০ সালটা সকলেরই মনে গেঁথে থাকবে। এই অন্ধকারময় বছরে আমরা যেমন হারিয়েছি একের পর এক চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্রকে, তেমনই ওয়ার্ল্ড সিনেমার অনেক কিংবদন্তিদের জন্ম শতবর্ষ এই সালেই। KIFF ২০২১-এ তাই চলচ্চিত্র জগতের ৫ মহীরুহকে শতবার্ষিক শ্রদ্ধার্ঘ্য জানানো হবে।
ভানু বন্দোপাধ্যায় (Bhanu Bandopadhyay)
১৯২০ সালের ২৬ অগস্ট বাংলাদেশের বিক্রমপুরে জন্মেছিলেন ভানু বন্দোপাধ্যায়। প্রায় ৩০০- র বেশি ছবিতে কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে তিনি এখনও কালজয়ী।
হেমন্ত মুখোপাধ্যায় (Hemanta Mukhopadhyay)
১৯২০ সালের ১৬ জুন বারাণসীতে জন্মেছিলেন ভারতীয় কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। বাংলা ছাড়াও আরও প্রায় দশটি ভাষাতে গান গেয়েছিলেন তিনি। টলিউড ও বলিউড ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করেছেন কয়েক দশক ধরে।
পণ্ডিত রবিশঙ্কর (Pt.Ravi Shankar)
ভারতীয় সঙ্গীত জগতের আরও এক কিংবদন্তি শিল্পী পণ্ডিত রবিশঙ্কর ১৯২০ সালের ৭ এপ্রিল বারাণসীতে জন্মেছিলেন। সেতারবাদক এই শিল্পী ভারতরত্ন, পদ্মভূষণ, পাঁচবার গ্র্যামি অ্যাওয়ার্ড ছাড়াও পেয়েছেন অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি।
ফেদেরিকো ফেলিনি (Federico Fellini)
ইটালির জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ফেদেরিকো ফেলিনি ১৯২০ সালের ৩১ অক্টোবর রুমে জন্মেছিলেন। বিশ্বের বিনোদনের জগতের জন্যে তাঁর বানানো ছবিগুলি উৎকৃষ্ট শিল্পকর্মের নিদারুণ উদাহরণরূপে রয়েছে।
এরিক রোমের (Éric Rohmer)
ফ্রান্সের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এরিক রোমের ১৯২০ সালের ২১ মার্চ তুল্লে জন্মেছিলেন। এরিকের ছবিগুলি আজও পৃথিবীর বিখ্যাত।
ভারতীয় চলচ্চিত্র জগতের এই পাঁচ কিংবদন্তিকে সম্মান জানানো হবে এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তাঁদের ছবি দেখানোর পাশাপাশি থাকবে এক প্রদর্শনী। যেটি উদ্বোধন হবে ৯ জানুয়ারি দুপুর ২ নাগাদ।