Advertisement

মনোরঞ্জন

'সত্যমেব জয়তে ২' ছবির শ্যুটিং সেটেই আহত জন, হাসপাতালে চলছে চিকিৎসা

Aajtak Bangla
Aajtak Bangla
  • 25 Dec 2020,
  • Updated 5:24 PM IST
  • 1/8

বলিউড অভিনেতা জন আব্রাহাম এই মুহূর্তে বারাণসীতে 'সত্যমেব জয়তে ২' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। অ্যাকশনধর্মী এই ছবিতে বেশ কয়েকদিন ধরেই জন পরিশ্রম করছেন।
 

  • 2/8

 সম্প্রতি ছবিতে একটি স্টান্টে করার সময় আহত হয়েছেন জন। তাঁর ডান হাতের তালুতে আঘাত পেয়েছেন তিনি। আঘাত লাগার পরই অসহ্য যন্ত্রণা শুরু হওয়ার বারাণসীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন জন।

  • 3/8

ছবিতে দেখতে পাওয়া জনের এক্স রে রিপোর্ট দেখছেন চিকিৎসক। শোনা যাচ্ছে যথেষ্ট গুরুতর জখম হয়েছেন অভিনেতা। 

  • 4/8

তাঁকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। এই খবর শোনা মাত্র প্রার্থনা শুরু করেছেন তাঁর একধিক ফ্যানেরা।

  • 5/8

২০১৮ তে মুক্তিপ্রাপ্ত জনের ছবি 'সত্যমেব জয়তে'-র সিক্যুয়েল 'সত্যমেব জয়তে ২'। ছবিতে একজন জন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে জনকে। এবারও তিনি দুর্নীতি বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।

  • 6/8

ইতিমধ্যে ছবির শ্যুটিংয়ের অনেক দৃশ্য ভাইরাল হয়েছে। 'ফোর্স'-র পরে এটি তাঁর দ্বিতীয় অ্যাকশন ছবি যেটা বহু প্রতীক্ষিত। সব ঠিক থাকলে আগামী বছর মে মাসে ইদের সময়ে বড় পর্দায় মুক্তি পাবে 'সত্যমেব জয়তে ২'। 
 

  • 7/8

 বরাবরই ফিটনেস ফ্রিক জন। ইদানিং ছবির প্রস্তুতির সময়ে জিমে গিয়ে জনের খালি গায়ে ছবি দেখে মহিলা ফ্যানেরা তাঁদের প্রেমের বার্তায় কমেন্ট বক্স ভরাচ্ছেন। অভিনেতার মাসেল দেখে বোঝাই যাচ্ছে তিনি কতটা পরিশ্রম করছেন।
 

  • 8/8

 'সত্যমেব জয়তে ২' ছাড়াও শাহরুখ খানের মেগা বাজেট ছবি 'পাঠান'-এও দেখা যাবে জনকে। আগামী জানুয়ারিতে শুরু হবে সেই ছবির শ্যুটিং। তবে এখনও পর্যন্ত ছবিতে তাঁর চরিত্র নিয়ে বেশি কিছু জানা যায়নি। 

 

 

ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম

Advertisement
Advertisement