বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে এনসিবি অফিসাররা আর্থার রোড জেলে নিয়ে গেছেন। ৭ অক্টোবর রাতে তাকে এনসিবি কার্যালয়েই কাটাতে হয়। (ছবি- যোগেন শাহ)
তাদের সঙ্গে বাকি ৮ জন অভিযুক্ত এনসিবি অফিসে উপস্থিত ছিলেন। আরিয়ান খানকে জেলে নিয়ে যাওয়ার বহু ছবি সামনে আসে।
আরিয়ান খানের জামিন মামলার শুনানি চলছে। আরিয়ান খান এবং অন্যান্য ৮ জন অভিযুক্ত এখনও জেল হেফাজতে আছেন, তাই তাদের এনসিবি জেলে নিয়ে গেছে।
আরিয়ান খান আজ জামিন পাবেন কিনা, এই বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই আসতে চলেছে।
আরিয়ান খান এবং অন্য ৮ জন অভিযুক্তর জামিন আবেদনের শুনানি চলছে, কিন্তু তার আগেই এনসিবি অ্যাকশনে এসেছে এবং তারা আরিয়ান খানসহ বাকিদের জেলে নিয়ে যাচ্ছে।
বলা হচ্ছে যে আরিয়ান খান এবং 8 জন অভিযুক্তকে আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হয়েছে।
শাহরুখ খানের সমর্থনে পুরো ইন্ডাস্ট্রি এগিয়ে এসেছে। সবাই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ক্রমাগত শাহরুখকে সমর্থন করছেন। সলমান খানও এই সময় বলিউড বাদশার পাশে রয়েছেন।
অভিনেত্রী সোমি আলি আরিয়ান খানকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে আরিয়ানের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'কোন এমন ছেলেমেয়ে রয়েছে যারা ড্রাগের সঙ্গে এক্সপেরিমেন্ট করেনি।'
সোমি আরও লেখেন, 'এই বাচ্চাকে বাড়ি যেতে দাও। মাদক ও পতিতাবৃত্তি কখনই শেষ হয় না, তাই এদেরকে অপরাধ হিসেবে গণ্য করা বন্ধ করো। এখানে কেউ সাধু নয়।'