Advertisement

বলিউড

Aryan Khan Bail Plea Rejected: ৬টায় ঘুম থেকে ওঠা, ৭টায় জলখাবার, জানুন আরিয়ানের জেল-রুটিন

Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 08 Oct 2021,
  • Updated 9:00 PM IST
  • 1/8

বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আগামী কিছু দিন জেলে রাত কাটাতে হবে। এনসিবি কর্মকর্তারা তাকে ইতিমধ্যেই আর্থার রোড কারাগারে নিয়ে গিয়েছিলেন। কিন্তু দুর্গ আদালতে শুনানি চলছিল। আশা করা হচ্ছিল তিনি জামিন পাবেন। কিন্তু আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করা হয়েছে। এখন আরিয়ানকে আর পাঁচজন সাধারণ কয়েদির মতোই জেলে থাকতে হবে। কেমন হবে তার দিনপঞ্জী, দেখুন।

  • 2/8

আরিয়ান খানের সঙ্গে বাকি আসামিদেরও কারাগারের প্রথম তলায়  ১ নম্বর ব্যারাকে রাখা হয়েছে। আপাতত কাউকে ইউনিফর্ম দেওয়া হয়নি। সবাইকে পাঁচ দিনের জন্য ব্যারাকে ১ নম্বর কোয়ারেন্টাইনে রাখা হবে। যদি কারও করোনার কোনও উপসর্গ থাকে, তাহলে তাদের পরীক্ষা করা হবে। তবে আরিয়ান খান-সহ ৮ জন অভিযুক্তর রিপোর্ট নেগেটিভ এসেছে।

  • 3/8

প্রত্যেকেরই কোভিডের দুটি ডোজ নেওয়া রয়েছে। তাই তাদের মাত্র পাঁচ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। কাউকে বিশেষ চিকিৎসা দেওয়া হবে না। তারা বাকি কারাগারের বাসিন্দাদের মতোই থাকবেন।

  • 4/8

NCB-এর হেফাজতে, এখন পর্যন্ত আরিয়ান খান এবং অন্যান্য অভিযুক্তদের তাদের প্রয়োজন অনুযায়ী জিনিস সরবরাহ করা হচ্ছিল। কিন্তু জেলে যাওয়ার পর আরিয়ান খানের সঙ্গে বিশেষ কোনও আচরণ হবে না। যদি তাদের ঘরে তৈরি খাবার খাওয়ার প্রয়োজন হয়, তাহলে আদালতের অনুমতি নিতে হবে। আদালতের কঠোর নির্দেশনা রয়েছে যে তাদের কাউকে বাইরের খাবার সরবরাহ করা হবে না। তাদের সেখানে জেল রুটিন অনুসরণ করতে হবে। সকাল ৬টায় উঠতে হবে।

  • 5/8

সকাল থেকে রাত পর্যন্ত রুটিন কি হবে:

সকালের জলখাবার সকাল ৭টায়। যেখানে শুধুমাত্র শিরা এবং পোহা বন্দিদের দেওয়া হয়। ১১ টায় দুপুরের খাবার দেওয়া হয়। দিনে এবং রাতের খাবারে রুটি, সবজি এবং ডাল ভাত পাওয়া যায়।

  • 6/8

আরিয়ান খান-সহ কোনও অভিযুক্তর জেলের ভিতরে ঘোরাফেরা করার অনুমতি থাকবে না, কারণ তারা সবাই পাঁচদিন কোয়ারেন্টাইনে থাকবে। আরিয়ান খান এবং অন্যরা যদি অতিরিক্ত খেতে চায়, তাহলে তাদের ক্যান্টিনে অতিরিক্ত টাকা দিতে হবে।

  • 7/8

মানি অর্ডারের মাধ্যমে এই টাকা তারা নিতে পারে। রাতের খাবার সন্ধ্যা ৬টায় দেওয়া হয়। কিন্তু কেউ কেউ এই খাবার পান রাত ৮টায়। বাকিদের মতো আরিয়ানদেরও সঙ্গে প্লেট রাখতে হবে।

  • 8/8

সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বাইরের মানুষের প্রবেশাধিকার থাকে। তার পর আর কাউকে ঢুকতে দেওয়া হয় না।

Advertisement
Advertisement