সম্প্রতি আমির খান এবং কিরণ রাও যৌথ বিবৃতিতে জানিয়েছেন তাঁরা ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক শেষ করে পরিবারের মতো এক সঙ্গে থাকবেন। খবরে অনেকেই বেশ অবাক হয়েছেন। তবে এই প্রথম নয়, এর আগেও বহু বলি সেলেবদের বিয়ে এক দশকের বেশি সময় পর ভেঙে গিয়েছে।
করিশ্মা কাপুর এবং সঞ্জয় কাপুর - ২০০৩ সালে বিয়ে হয়েছিল করিশ্মা সঞ্জয়ের। এঁদের দুই সন্তান রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানসিক ব্যবধান বাড়তে থাকে। ১৩ বছর পর তাঁরা বিচ্ছেদ নেন।
আরবাজ খান এবং মালাইকা অরোরা - ১৮ বছর এক সঙ্গে ঘর করেছএন মালাইকা-আরবাজ। এক সন্তান রয়েছে তাঁদের। এক সঙ্গেই যার দেখাশনা করেন দুজনে। অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতার জেরেই এই সম্পর্ক ভেঙেছিল বলে মনে করা হয়।
হৃত্বিক রোশন এবং সুজান খান - বলিউডের অন্যতম ফেভারিট কাপল ছিলেন এঁরা। ১৪ বছর পর সকলকে অবাক করে দুজনে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। যদিও তাঁরা এখন বন্ধুর মতো সময় কাটান। এক সঙ্গে মিলে দুই ছেলেকে মানুষ করছেন।
সইফ আলি খান এবং অমৃতা সিং - বিয়ে থেকে বিচ্ছেদ পর্যন্ত এই কাপল চর্চায় ছিলেন। অমৃতা সইফের চেয়ে ১৩ বছরের বড়। ১৯৯১ সালে দুজনে বিয়ে করেন। এঁদের দুই সন্তান সারা এবং ইব্রাহিম। ২০০৪ সালে ১৩ বছর পর এঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
আমির খান এবং রিনা দত্ত - কিরণ রাও-কে বিয়ে করার আগে আমির রিনা দত্তকে বিয়ে করেন ১৯৮৬ সালে। বাড়ির অমতে পালিয়ে বিয়ে করেছিলেন দুজনে। এঁদের দুই সন্তান জুনেইদ এবং ইরা। ২০০২ সালে ১৬ বছরের বিবাহিত জীবন শেষ করার সিদ্ধান্ত তাঁরা। কিন্তু এঁরা আজও বন্ধু।
ফারহান আখতার এবং অধুনা ভবানী - ২০১৬ সালে আলাদা থআকতে শুরু করেন দুজনে। ২০১৭ সালে দুজনের ডিভোর্স হয়। ১৫ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন দুজনে। এঁদের দুই মেয়ে রয়েছে। ফারহান এখন শিবানী ডান্ডেকরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।
পূজা ভাট এবং মনীষ মাখিজা - ২০০৩ সালে দুজনে বিয়ে করেন। যদিও এই বিয়ে সম্পর্কে খুব বেশি লোক জানেন না। বিয়ের ১১ বছর পর পুজা একটি বিবৃতি দিয়েবিচ্ছেদের কথা জানান।
কমল হাসান - সুপারস্টার কমল হাসান অভিনয়ের এক মাইলস্টোন। কিন্তু তাঁর বিবাহিত জীবন ততটা সুখকর নয়। ১৯৭৮ সালে তিনি নৃত্যশিল্পী বাণী গণপতিকে বিয়ে করেন। ১০ বছর পর তাঁদের বিচ্ছেদ হয়।
১৯৮০-র দশকে অভিনেত্রী সারিকা-র সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন কমল। তখনকার দিনে যা কল্পনাতীত ছিল। পরবর্তীকালে দুজনে বিয়ে করেন। এঁদের দুই সন্তান শ্রুতি এবং অক্ষরা। যদিও ২০০৪ সালে দুজনের বিচ্ছেদ হয়।
এর পর দক্ষিণী অভিনেত্রী গৌতমীর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন কমল হাসান। তাঁরা বিয়ে না করলেও এক সঙ্গে ১১ বছর কাটিয়েছেন। তার পর আলাদা হয়ে যান।