Advertisement

মনোরঞ্জন

Geeta Kapoor: আজ 'ডান্সারদের মায়ের' জন্মদিন! ১৫ বছরে শুরু করেছিলেন কেরিয়ার

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 05 Jul 2021,
  • Updated 5:48 PM IST
  • 1/9

নতুন যে কোনও ডান্সার আসুক, তা রিয়েলিটি শো হোক বা তাঁর ব্যক্তিগত ক্লাস, সকলকে নিজের সন্তানের মতো আপন করে নেন গীতা মা। এই নামেই তিনি গোটা দেশে বিখ্যাত। টেলিভিশনে যে কজন হাতে গোনা সেলিব্রিটি জাজ রয়েছেন তাঁদের মধ্যে গীতা কাপুরের জনপ্রিয়তা তুঙ্গে।

  • 2/9

কোরিওগ্রাফার হিসাবে পথ চলা শুরু করেছিলেন ১৫ বছর বয়সে। এই পেশায় বিশেষত মহিলারা হাতে গোনা কয়েকজন রয়েছেন মানুষ যাঁদের নাম ভালো মতো জানেন। সরোজ খান, ফারহা খানের পর যদি সবচেয়ে বেশি কেউ জনপ্রিয় হন তবে তিনি গীতা কাপুর।

  • 3/9

হিন্দি টেলিভিশনের বহু জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো-এর অংশ হয়ে আসছেন গত বেশ কয়েক বছর ধরে। ১৯৭৩ সালে মুম্বইয়ে আজেকর দিনে জন্ম হয় তাঁৎ আজ ৪৮তম জন্মদিন পালন করছেন গীতা।

  • 4/9

ছোট থেকেই নাচ ছিল তাঁর ধ্যান জ্ঞান। প্রচুর সিনেমায় তিনি কোরিওগ্রাফার হিসাবে কাজ করেছেন।

  • 5/9

অল্প বয়সেই ফারহা খানের নজরে পড়ে যান তিনি। ফারহা-র সহকারী হিসাবে প্রচুর বড় বড় ছবিতে কাজ করেছেন গীতা। শাহরুখ খানের বহু ব্লক বাস্টার ছবি যেমন কুছ কুছ হোতা হ্যায়, মোহব্বতেঁ, কভি খুশি কভি গম, দিল তো পাগল হ্যায়, কল হো না হো, ওম শান্তি ওম-এর মত সিনেমা রয়েছে।

  • 6/9

টেলিভিশনে ২০০৯ সাল থেকে একের পর এক ডান্স রিয়েলিটি শো-তে সাফল্যের সঙ্গে বিচারকের ভূমিকা পালন করেছেন গীতা। সেলিব্রিটি জাজদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি দিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

  • 7/9

টিভি শো থেকে ব্যক্তিগত জীবন, সব জায়গায় আলাদা সম্মান পান গীতা। শুটিংয়ের সেটে তাঁকে সকলে খুব শ্রদ্ধা করেন। যে কোনও প্রতিযোগীর ফেভারিট বিচারকের তকমা অনায়াসে ছিনিয়ে নেন গীতা।

  • 8/9

৪৮ বসন্ত কাটিয়ে দেওয়ার পরেও তিনি সিঙ্গল রয়েছেন। তাঁর বহু অনুরাগী এ নিয়ে সোশাল মিডিয়ায় আলোচনা করেন।

  • 9/9

ছবি সৌজন্য গীতা কাপুরের অফিশিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেল

Advertisement
Advertisement