Advertisement

মনোরঞ্জন

শুটিং-এর প্রথম দিনেই বিপত্তি, পুড়ে ছাই প্রভাস-সইফ অভিনীত Adipurush-এর সেট

Aajtak Bangla
Aajtak Bangla
  • 03 Feb 2021,
  • Updated 9:17 AM IST
  • 1/12

বাধা বিপত্তি পেরিয়ে জানুয়ারিতে শুটিং শুরুর কথা ছিল সইফ আলি খান ও প্রভাস অভিনীত আদিপুরুষের। কিন্তু শুটিং-এর প্রথম দিনেই ঘটে গেল বিপত্তি। আগুনে ভস্মীভূত শুটিং সেট।
 

  • 2/12

 মুম্বইতে তৈরি হয়েছিল সইফ ও প্রভাসের বহু প্রতিক্ষিত আদিপুরুষ ছবির সেট। সেখানেই মঙ্গলবার আগুন লাগে। যে ক্রোমা সেটে শুটিং হওয়ার কথা ছিল সেটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।

  • 3/12

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সঠিক সময় দমকল বাহিনী পৌঁছে যাওয়ায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হতাহতেরও কোনও খবর নেই।
 

  • 4/12

 যদিও অগ্নিকাণ্ডের সময়  সইফ আলি খান ও  প্রভাস  কেউই উপস্থিত ছিলেন না বলেই খবর। তবে শুটিং ফ্লোরে ছিলেন ছবির পরিচালক ওম রাউত ও মারাঠি অভিনেতা সূর্য। 
 

  • 5/12

মঙ্গলবার কিছু ভিসুয়াল এফেক্টসের শুটিং-এর কছা ছিল। যা শেষপর্যন্ত আর হয়ে ওঠেনি। 
 

  • 6/12

আদিপুরুষের প্রযোজক প্রসাদ সুতার ও টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের জন্য এই অগ্নিকাণ্ড বড় ক্ষতি তা বলাই বাহুল্য । 

  • 7/12

যতক্ষণ না নতুন করে সেটটি তৈরি হচ্ছে ফের শ্যুটিং শুরু করা সম্ভব নয় বলেই জানা যাচ্ছে। 
 

  • 8/12

'আদিপুরুষ' ছবিতে রাম-এর ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। 

  • 9/12

অন্যদিকে সইফ আলি খান লঙ্কেশ্বর রাবণের ভূমিকায় অভিনয় করবেন। যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।

  • 10/12

কয়েকদিন আগেই সইফের একটি মন্তব্য নিয়ে ‘আদিপুরুষ’ রোষের মুখে পড়েছিল  নেটিজেনদের  একাংশের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ জানিয়েছিলেন, এই ছবিতে পরিচালক রাবণকে ‘মানবিকভাবে' তুলে ধরার চেষ্টা করবেন। রাবণের সীতাহরণের দৃশ্যটিও নাকি এই ছবিতে ন্যায়সঙ্গতভাবে দেখানো হবে। সইফ বলেন,'দানব রাজের চরিত্রে অভিনয় করাটা দুর্দান্ত অনুভূতি। কিন্তু আমরা তাঁকে মানবিক করে দেখব, আমরা বিনোদনের সব রস মজুত রাখব, সঙ্গে রাবণের সীতাহরণের দৃশ্যটি ন্যায়সঙ্গতভাবে দেখানো হবে এবং রাবণের বোন সুর্পণখার সঙ্গে যে ঘটনা ঘটেছিল তার প্রতিশোধের কাহিনি হিসেবে রাম-রাবণের যুদ্ধ দেখানো হবে'। 

  • 11/12

তারই প্রেক্ষিতে সইফকে এই ছবি থেকে বাদ দেওয়ার দাবি তুলছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, ‘সংস্কৃতিকে বিকৃত করা হচ্ছে’। তবে নিজের মন্তব্য নিয়ে বিবৃতি জানিয়ে পরে  ক্ষমা চান অভিনেতা সইফ আলি খান। 

  • 12/12

এর আগে সইফ অভিনীত তাণ্ডব ওয়েব সিরিজ নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল দেশে। ওই ওয়েব সিরিজে শিব-সহ হিন্দু দেবতাদের অপমান করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেখানেও ছবির নির্মাতা ও অভিনেতারা ক্ষমা চেয়ে বিতর্ক মেটানোর চেষ্টা করেন। 

Advertisement
Advertisement