ইনস্টাগ্রামে নতুন ট্রেন্ড জমে উঠেছে, “2026 is the new 2016।” সেই ট্রেন্ডে যোগ দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি নিজের ২০১৬ সালের কয়েকটি ছবি শেয়ার করে লিখলেন, সেই বছরই ছিল তাঁর কেরিয়ারের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত। সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া, ব্লকবাস্টার ছবির সাফল্য, সবই ছিল তখন। কিন্তু ব্যক্তিগত জীবনে সেটা ছিল একেবারে “নরকসম” সময়, বললেন অভিনেত্রী।
২০১৬ সালের বিতর্কিত অধ্যায় আবারও সামনে এল তাঁর পোস্টে। সেই বছরই শুরু হয়েছিলহৃতিক রোশন-কঙ্গনা রানাউত বিতর্ক, যা বলিউডকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল ইনসাইডার বনাম আউটসাইডার। কঙ্গনা পোস্টে উল্লেখ করেছেন, সাফল্যের চূড়ায় থেকেও তিনি চারদিকে শত্রুতা, অপমান ও অবিরাম টানাপোড়েনে ক্লান্ত হয়ে পড়েছিলেন।
সেই সময় একটি সাক্ষাৎকারে কঙ্গনা হৃতিককে 'Silly Ex' বলে উল্লেখ করেন। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হৃতিক প্রকাশ্যে জানান, তাঁর সঙ্গে কঙ্গনার কোনও সম্পর্কই ছিল না। তিনি আইনি নোটিশ পাঠান এবং অভিযোগ করেন, কঙ্গনা নাকি তাঁর নামে একটি ভুয়ো ই-মেল আইডিতে ১,৪৩৯টি মেল পাঠিয়েছিলেন।
কঙ্গনাও পাল্টা আইনি নোটিশ পাঠান। শুরু হয় পাল্টাপাল্টি অভিযোগ, সাইবার অভিযোগ দায়ের, পুলিশ তদন্ত, এবং ব্যক্তিগত মেল ফাঁস হওয়া। বলিউডে এই বিতর্ক ঝড় তুলেছিল। দুই তারকার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় যুক্তি-তর্কে জড়িয়ে পড়েছিলেন। বিষয়টি কয়েক মাস ধরে শিরোনামে ছিল।
পরে ২০১৭ সালে পুলিশ 'NIL রিপোর্ট' দেয়। অর্থাৎ কোনও নির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়নি। তদন্ত বন্ধ হয়ে যায়। তবে সেই সময়ের মানসিক চাপ, আক্রমণ, ব্যক্তিগত সম্পর্ক ভেঙে পড়া, সবই তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল, পোস্টে লিখেছেন কঙ্গনা।
বর্তমানে ২০২৬-এ দাঁড়িয়ে কঙ্গনার বক্তব্য, এখন আর সেই বিতর্ক তাঁর কাছে অর্থহীন। তিনি সেই সময়কে জীবনের কঠিন শিক্ষক হিসেবেই দেখেন। অতীতকে ভুলে নয়, বরং ভাঙা ইট দিয়ে নতুন জীবন গড়ার শক্তি পেয়েছেন বলেই দাবি অভিনেত্রীর।
কঙ্গনা আরও লিখেছেন, অতীতে যত আইনগত লড়াই, যত চাপ, সব শেষে তাঁকে শক্ত করে তুলেছে। বলিউডে “ইনসাইডার-আউটসাইডার” বিভাজন নিয়ে তিনি আগেও মুখ খুলেছেন। এবারও সেই প্রসঙ্গ তুলে বলেছেন, “সাফল্য কখনও কখনও বিষের মতো হয়ে উঠেছিল।”
এদিকে কাজের দিক থেকে তাঁর সামনে রয়েছে ব্যস্ত সময়সূচি। তিনি অভিনয় করছেন Bharat Bhagya Vidhaata, Queen 2, এবং Manikarnika Returns: The Legend of Didda–তে। আর প্রতীক্ষিত Tanu Weds Manu 3-র শুটিংও শুরু হবে ২০২৬ সালেই।