শারীরিক অবস্থার উন্নতি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের। শনিবার তাঁর বোন -সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে, একথা জানালেন। দিদিকে দেখতে, শনিবার হাসপাতালে পৌঁছান আশা। তিনি বলেন, "লতা দিদির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।"
শনিবার দুপুরে জানা যায়, সংকটজনক রয়েছেন কিংবদন্তি গায়িকা। তাই তাঁকে দেওয়া হচ্ছে ভেন্টিলেশন সাপোর্ট। চিকিৎসকদের পর্যবেক্ষণে আইসিইউ-তেই রয়েছেন তিনি।
গত ৮ জানুয়ারী কোভিড রিপোর্ট পজিটিভ আসে লতা মঙ্গেশকরের। মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় ৯২ বছর বয়সি কিংবদন্তি গায়িকাকে। মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় কিছুটা নিশ্চিন্ত হয়েছিলেন তাঁর গুণমুগ্ধরা। তবে শনিবার দুপুরের পর ফের উদ্বেগের কথা জানায় হাসাপাতাল কর্তৃপক্ষ।
শোনা যাচ্ছে এমএনএস প্রধান রাজ ঠাকরে লতা মঙ্গেশকরকে দেখতে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে গিয়েছিলেন। তবে এবিষয় শিল্পীর পরিবারের তরফে কিছু জানানো হয়নি। এছাড়াও সুপ্রিয়া সুলে, মধুর ভান্ডারকারও দেখতে গিয়েছিলেন ভারতের 'কোকিল কণ্ঠীকে'।
সেই সঙ্গে লতা মঙ্গেশকরের পরিবার, সকলকে অনুরোধ করেছেন এই সময়, তাঁদের গোপনীয়তায় হস্তক্ষেপ না করতে। তাঁরা জানিয়েছেন, পরিবারের এই কঠিন সময়ে, প্রতি নিয়ত 'লতা দিদি'-এর শারীরিক অবস্থার কথা জানানো সম্ভব না।
কিছু দিন আগে লতা মঙ্গেশকর হাসপাতালে থাকাকালীনই, তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। তবে পরিবারের থেকে জানানো হয়, তিনি স্থিতিশীল। সঙ্গীতশিল্পীর অসুস্থতার কথা শোনার পরই অনুগামী থেকে শুরু করে তারকারা, তাঁর দ্রুত আরোগ্য কামনার প্রার্থনা করছেন।