করোনা কাল কাটিয়ে এসে চলতি বছরে অনেক ভাল ভাল সিনেমা উপহার পাওয়ার অপেক্ষায় রয়েছে বলিউড। বিনোদন শিল্পক্ষেত্রও ফের পুরনো ফর্মেই ফিরতে মুখিয়ে রয়েছে। ২০২১ সালে কী একাধিক বড় ফিল্ম রিলিজের সম্ভাবনা রয়েছে?
চলতি বছরে বিশাল কিছু লাভের মুখ দেখতে নাও পেতে পারে বলিউড। তবে একাধিক ছবির কাজ এখনও বাকি। চেষ্টা করা হচ্ছে সেই সব ছবির যদি মুক্তি করানো সম্ভব হয়।
এ বছর একসঙ্গে বেশ কিছু ছবি রিলিজ হতে পারে। অনেক হাই বাজেট ছবিও রয়েছে সেই তালিকায়। প্রতিটি ছবিতে রয়েছে কয়েকজন নজরকারা তারকা। ফলে ক্ল্যাশ যে বাধবে না এমনটা নয়।
সলমন খান-এর ছবি 'রাধে' মুক্তি পেতে চলেছে এ বছর। প্রভুদেবার পরিচালিত এই ছবি বিশাল বাজেটের। যা নিয়ে উত্তেজিত সলমন ফ্যানেরাও।
তবে সলমনের ছবির সঙ্গে একই দিনে হয়ত মুক্তি পেতে পারে জন আব্রাহামের সত্যমেব জয়তে। ইতিমধ্যে ছবি মুক্তির প্রস্তুতিও নিচ্ছেন নির্মাতারা।
বলিউডের বেশির ভাগ ছবি রিলিজের সময় হিসেবে ঈদের সময়টিকে বেছে নেয়। তাই এ বছর অক্টোবরে বেশ বড় বাজেটের ছবি রিলিজ হতে পারে।
অভিনেতা অজয় দেবগনের দুটি ছবি একই সঙ্গে মুক্তি পেতে পারে জানা গিয়েছে। তাঁর ছবি RRR ১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে। আরেকটি ছবি ময়দান ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে। এমন পরিস্থিতিতে অজয় দেবগান বনাম অজয় দেবগনকেও দেখতে পারে বক্স অফিস।
ঈদের পরই প্রযোজকদের পছন্দের সময় দীপাবলি। শাহিদ কাপুর এবং শাহরুখ খানের ছবি মুক্তি পেতে পারে ওই সময়।
এছাড়াও আমির খানের ছবি লাল সিং চাড্ডা নিয়েও জল্পনা চলছে। বড়দিনে মুক্তি পেতে পারে ছবিটি। তবে ছবির শুটিং এখনও অনেকটাই বাকি।
অক্ষয় কুমারের বচ্চন পান্ডে নিয়েও উত্তেজনা রয়েছে অনুরাগীদের মধ্যে। ইতিমধ্যেই মুক্তির তারিখও ঘোষণা করেছেন এই ছবির নির্মাতারা।