প্রথমবার তৃতীয় লিঙ্গের কোন চরিত্রে অভিনয় করলেন মিলিন্দ সোমন। পৌরাণিক চিত্রনাট্য নির্ভর নয়া ওয়েব সিরিজ ‘পৌরষপুর’-এ এই লুকেই দেখা যাবে অভিনেতাকে। এদিন ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে মিলিন্দ লিখলেন, 'প্রথমবার তৃতীয় লিঙ্গের কোনও চরিত্রে রয়েছি। পৌরষপুরে তৃতীয় লিঙ্গের মানুষদের লড়াই চলবে।'
কপালে সিঁদুরের টিপ, চোখে কাজল, নাকে নাকছাবি। মিলিন্দকে এমন লুকে আগে কখনও দেখেননি অনুরাগীরা। এক কাল্পনিক সাম্রাজ্যের বাসিন্দা তিনি। নাম পৌরষপুর। সেখানেই তৃতীয় লিঙ্গের প্রতিষ্ঠার কাহিনি বুনছেনে তাঁরা।
একতা কাপুর ও জি ফাইভ প্রযোজিত এই সিরিজে দেখা গিয়েছে শিল্পা শিন্ডেকেও। প্রেম, পরিণয়, যৌনতা, বিশ্বাসঘাতকতা, সমকামের মতো বিষয়গুলিকে নিয়েই কাজ করা হয়েছে এই সিরিজে।
সিরিজে রাজার চরিত্রে দেখা গিয়েছে অনু কাপুরকে। পৌরষপুরের রাজা তিনি। এই মহল থেকে রানিরা নিখোঁজ হয়ে যায় তাতে কারও হেলদোল নেই। কিন্তু এক পুরুষ গায়েব হওয়ার পরই এগোয় চিত্রনাট্য।
পৌলমী দাস, ফ্লোরা সাইনি, সাহিল সালাথিয়া, লাল আদিত্যর মতো টেলিভিশন তারকারদেরও দেখা যাবে এই ওয়েবসিরিজে।
নভেম্বরেই প্রকাশ্যে এসেছিল প্রথম ঝলক। এবার মুক্তি পেল পৌরষপুরের টিজার।